বিদেশিদের হাতে যাচ্ছে কক্সবাজার রেলস্টেশন

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
তেল চুরি শুরু জাহাজ থেকে, বিজ্ঞান জানে চোরেরা
সরকারি তেল কোম্পানিতে তেল চুরির ঘটনা মোটামুটি নিয়মিতই ধরা পড়ে, তদন্ত কমিটিও হয়। তবে চুরি থামে না। যমুনা অয়েল কোম্পানির এক প্রতিবেদন বলছে, ২০২০ সালের ২৩ এপ্রিল রাজশাহীতে রেল ওয়াগনে রাখা ৫ হাজার লিটার ডিজেল পাচারের সময় কোম্পানির একজন কর্মকর্তাসহ কয়েকজন রেলওয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন। পাঁচ বছর আগের সেই মামলা এখনো বিচারাধীন।
সমকাল
জামায়াতের ওপর হঠাৎ এনসিপির তোপ, বিএনপির প্রতিও বিরাগ
একটি বক্তব্যের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানোর পরদিন গতকাল রোববার জামায়াতে ইসলামীর চলমান আন্দোলনকে প্রতারণা বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জামায়াত এই বক্তব্যকে ‘বালখিল্য’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে।
জুলাই সনদ স্বাক্ষর এবং এর বাস্তবায়ন নিয়ে মতভিন্নতা থেকে এনসিপির এমন প্রতিক্রিয়া বলে ধারণা করা হচ্ছে। বিএনপি, জামায়াতসহ ২৫টি দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। এনসিপি সনদে স্বাক্ষর করেনি।
আরও পড়ুন
যুগান্তর
এবার টার্গেট কি পোশাকশিল্প
তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করতে নাশকতার সন্দেহ ক্রমেই বাড়ছে। সব মহলে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে-সরকারকে বেকায়দায় ফেলতে এবার টার্গেট কী পোশাকশিল্প? গত এক সপ্তাহে অগ্নিকাণ্ডের ধরন ও প্রেক্ষাপট অন্তত সেই সন্দেহের বার্তা জোরালো করেছে। শিল্পমালিকদেরও ধারণা, দেশের অর্থনীতি মেরুদণ্ড ভেঙে দিতে টার্গেট করে গার্মেন্টস শিল্পে আগুন লাগানো হচ্ছে, যা এই শিল্পকে ধ্বংসের জন্য ভয়াবহ একটি অপচেষ্টা হতে পারে। এ অবস্থায় শিল্প এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাসহ গোয়েন্দা কার্যক্রম আরও বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কালের কণ্ঠ
বিপজ্জনক পণ্যে বড় দুর্ঘটনার ঝুঁকি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবারের ভয়াবহ অগ্নিকাণ্ডটি বিমানবন্দরের ‘সিস্টেমিক’ অব্যবস্থাপনা, আধুনিকায়নে চরম অনীহা এবং ঝুঁকিপূর্ণ বস্তু ব্যবস্থাপনায় চূড়ান্ত ব্যর্থতার একটি বহিঃপ্রকাশ মাত্র। যে আগুনে পুড়ে ছাই হলো শত শত কোটি টাকার আমদানি পণ্য, সেই একই ধরনের বা তার চেয়েও বড় বিপর্যয়ের ঝুঁকি নিয়ে সচল রয়েছে বিমানবন্দরের কাস্টমস গুদাম ও হ্যাঙ্গার কমপ্লেক্স।
সমকাল
ডেঙ্গু নিয়ে ভর্তি রোগীর ২২ শতাংশই শিশু
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু রোগী বাড়ছে। এডিস মশাবাহিত এই ভাইরাস নিয়ে ভর্তি রোগীর ২২ শতাংশই শিশু। তাদের অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে আসছে। তবে হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসায় আলাদা কোনো ওয়ার্ড বা কর্নার নেই। এতে করে রোগী ও স্বজনের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে সংক্রমণের ঝুঁকি।
যুগান্তর
বদলে যাচ্ছে নদীতীরের জীবন-জীবিকা
রংপুর বিভাগের আট জেলার ওপর দিয়ে প্রবাহিত মহানন্দা, তিস্তা, যমুনা, করতোয়া, যমুনেশ্বরী, ইছামতী, টেপা, ঘাঘট, ব্রহ্মপুত্র, দুধকুমার, নীলকুমার, টাঙ্গন, আত্রাই, ঢেপা, জলঢাকা, কালজানি, ধরলাসহ অন্তত ৪৫টি নদনদীতে বিস্তীর্ণ অঞ্চলজুড়ে চর জেগে উঠছে। এর প্রভাব পড়েছে নদীর তীরে বসবাসকারী বিশাল জনগোষ্ঠীর জীবন-জীবিকায়। অনেকে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন বেঁচে থাকার তাগিদে।
কালের কণ্ঠ
আগুনে শতকোটি টাকার বেশি ক্ষতি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন ২৭ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। গতকাল রবিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
প্রথম আলো
সাইনবোর্ডে ‘কলেজ’, লেখাপড়া নেই
রাজধানীর খিলগাঁও চৌরাস্তা এলাকায় একটি বহুতল ভবনের গায়ে বড় করে লেখা ‘বাংলাদেশ কমার্স কলেজ’। কিন্তু ভবনের ভেতরে প্রবেশ করলে দেখা যায়, কলেজের কোনো অস্তিত্ব নেই। যে তলায় একসময় কলেজের ক্লাস চলত, সেখানে এখন চলছে অন্য প্রতিষ্ঠানের কার্যক্রম। অথচ ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য বলছে, এ কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন, কিন্তু পাস করেননি।
কালের কণ্ঠ
প্রশাসনে বেড়েছে বিশৃঙ্খলা
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব এস এম শাকিল আখতারকে গত ৩ আগস্ট পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছিল। বিসিএস ১৫তম ব্যাচের এই কর্মকর্তা ই-মেইলে যোগদানপত্র দিলেও উপদেষ্টার আপত্তির কারণে সশরীরে সচিবের চেয়ারে বসতে পারেননি। এরপর আড়াই মাস পার হলেও শাকিল আখতারের কপালে জোটেনি সচিবের চেয়ার। কারণ বগুড়ায় তাঁর গ্রামের বাড়ি।
প্রথম আলো
আদেশে কী থাকবে, ভিত্তি কী হবে, ঠিক করছে কমিশন
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিশেষ আদেশের ভিত্তি কী হবে, এই আদেশে কী থাকবে—এসব নির্ধারণে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। এটি নিয়ে রোববার অবসরপ্রাপ্ত বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইনজীবীদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বৈঠক করেছে কমিশন।
বণিক বার্তা
অর্থনীতির গতি শ্লথই থাকছে চলতি প্রান্তিকে
চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ নিয়ে মুখোমুখি অবস্থানে সরকার ও ব্যবসায়ীরা। ব্যাংক খাতে রয়েছে তারল্য সংকট। অস্থিরতা বিরাজ করছে পুঁজিবাজারে। গত ২৮ কার্যদিবসে পুঁজিবাজারের সূচক কমেছে ৫৯২ পয়েন্ট। রফতানির গতিও শ্লথ। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রফতানি প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৬৮ শতাংশ, চলতি বছরের একই সময়ে যা নেমেছে ৫ দশমিক ৬৪ শতাংশে। মূল্যস্ফীতি এখনো উচ্চপর্যায়ে। সার্বিকভাবে অভ্যন্তরীণ চাহিদা কমেছে। ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, চলতি বা অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) অর্থনীতির গতি শ্লথই থাকছে, পাশাপাশি অর্থনৈতিক মন্দা ভাব দীর্ঘায়িত হওয়ার শঙ্কাও রয়েছে।
কালবেলা
সব পুড়িয়ে ২৭ ঘণ্টায় নিভল কার্গো ভিলেজের আগুন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন ২৭ ঘণ্টা পর নেভানো সম্ভব হয়েছে। শনিবার দুপুরে লাগা আগুন গতকাল রোববার বিকেল ৫টার দিকে পুরোপুরি নেভানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দেশের প্রধান বিমানবন্দরের অতি স্পর্শকাতর এলাকায় লাগা আগুন নেভাতে এত সময় লাগল কেন, এই আগুন দ্রুত গোটা আমদানি কমপ্লেক্স এলাকায় ছড়িয়ে পড়ল কীভাবে?—এসব বিষয়ে প্রশ্ন উঠেছে। এটি নাশকতা নাকি কেবলই দুর্ঘটনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ গতকাল পর্যন্ত জানাতে পারেনি কর্তৃপক্ষ।
বণিক বার্তা
রাজনৈতিক হস্তক্ষেপ ও তথ্য ঘাটতির কারণে নির্ভরযোগ্য হয়ে উঠতে পারেনি বিবিএস
জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে দেশের নানা খাতের নানা বিষয়ভিত্তিক পরিসংখ্যান তৈরি করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। কৃষি, গৃহস্থালি, শ্রম, জনসংখ্যা, মূল্যস্ফীতি, জিডিপি, ট্যুরিজম, ব্যবসা, স্বাস্থ্য, পুষ্টি, পরিবেশ, জলবায়ু, পরিচ্ছন্নতা, তামাক, অভিবাসন, আবাসন, দুর্যোগসহ নানা খাতের হালনাগাদ তথ্য ও জরিপ করে সংস্থাটি। যদিও তাদের তথ্য নিয়ে বরাবরই বিতর্ক তৈরি হয়েছে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন সংস্থার সঙ্গে বিবিএসের তথ্যের বড় ধরনের অমিল দেখা যায়। ফলে সরকারি হিসাব-নিকাশ থেকে শুরু করে জিডিপি ও দারিদ্র্য সূচকের নির্ভরযোগ্যতা প্রশ্নের মুখে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক হস্তক্ষেপ, তথ্য সংগ্রহে ঘাটতি ও মূল্যায়ন কাঠামোর দুর্বলতায় প্রতিষ্ঠানটি আস্থা হারিয়েছে। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে অতিরঞ্জিত পরিসংখ্যানের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর প্রত্যাশা ছিল অতীতের কাঠামো থেকে বেরিয়ে এসে বিশ্বাসযোগ্যতা বাড়াতে উদ্যোগ নেবে বিবিএস। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সে রকম কিছু হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কালবেলা
বিদেশিদের হাতে যাচ্ছে কক্সবাজার রেলস্টেশন
ইজারা বা বরাদ্দ না দেওয়ায় অকার্যকর অবস্থায় পড়ে আছে দেশের প্রথম আন্তর্জাতিকমানের কক্সবাজার রেলস্টেশনের বিভিন্ন স্থাপনা। এই রেলস্টেশন নির্মাণের দুই বছর পর এখন এর পরিচালনায় অপারগতা প্রকাশ করছে খোদ রেলওয়ে কর্তৃপক্ষ। এমনকি দেশি একক কোনো প্রতিষ্ঠানের ওপরও ভরসা করতে রাজি নয় রেল মন্ত্রণালয়। এ পরিস্থিতিতে বিদেশি কোনো প্রতিষ্ঠানের হাতে কক্সবাজার রেলস্টেশনের পরিচালনার ভার তুলে দেওয়া হবে। এ নিয়ে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে।
বিবিসি বাংলা
ধানের শীষ, নৌকা, লাঙ্গল বা দাঁড়িপাল্লা যেভাবে রাজনৈতিক দলের প্রতীক হয়ে উঠলো
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা এরই মধ্যে নিজ নিজ দলের পক্ষে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও নিজস্ব প্রতীকের সমর্থনে মিছিল-গণসংযোগ করতেও দেখা যাচ্ছে।
বিএনপি কিংবা জামায়াতে ইসলামীর মতো দলগুলো যখন 'ধানের শীষ' বা 'দাঁড়িপাল্লা' প্রতীকের পক্ষে মাঠের রাজনীতিতে সরব, তখন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের 'নৌকা' নেই ভোটের মাঠে। আর রাজনীতির নানা দোলাচলে ঝুলে আছে লাঙ্গল প্রতীকের নির্বাচনের ভবিষ্যৎ।
