চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় ১৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আনোয়ারা উপজেলার দোভাষী বাজার এলাকা থেকে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। গিয়াস উদ্দিন নগরের ইপিজেড থানার গহিরা হাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চট্টগ্রামের ইপিজেড থানায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০)–এর মামলার (নম্বর–১১) প্রধান আসামি গিয়াস উদ্দিন দোভাষী বাজার এলাকায় অবস্থান করছেন। বৃহস্পতিবার চট্টগ্রাম র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআর/এনএফ