৫ কারণে দেশ ছাড়ছেন শিক্ষার্থীরা

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
সাপ আসে, জোয়ারের পানি ওঠে, অযত্নে কমিউনিটি ক্লিনিক
কমিউনিটি ক্লিনিক এখন অযত্ন, অবহেলার শিকার। কোনো কোনোটির ছাদ ও দেয়াল খসে পড়ছে। কোনোটিতে যাওয়া-আসার রাস্তা নেই। আবার কোনোটিতে জোয়ারের পানি ঢোকে। বাস্তবতা হলো, কমিউনিটি ক্লিনিক থেকে মানুষ ঠিকমতো সেবা পাচ্ছে না।
প্রথম আলোর অনুসন্ধানে দেশের কমিউনিটি ক্লিনিকগুলোর এ চিত্র ধরা পড়েছে। সাংবাদিকেরা দেখেছেন, অধিকাংশ কমিউনিটি ক্লিনিকের গ্লুকোমিটার কাজ করে না। কিছু কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী নেই। অন্তত একটি এলাকার মানুষ অভিযোগ করেছেন, কমিউনিটি ক্লিনিক থেকে টাকা দিয়ে ওষুধ কিনতে হয়।
ইত্তেফাক
উচ্চশিক্ষায় এবার ১১ লাখ আসন ফাঁকা থাকবে
এবার এইচএসসিতে পাশের হার গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ায় সব শিক্ষার্থী স্নাতকে ভর্তি হলেও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে প্রায় ১১ লাখ আসন। জানা গেছে, সঠিক পরিকল্পনা ছাড়াই গত এক যুগে উচ্চশিক্ষায় আসন বেড়েছে দ্বিগুণ। প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যক আসন ফাঁকা থাকছে। তবে এবার ন্যূনতম একজন শিক্ষার্থীও পাবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেশ কিছু কলেজ ও পিছিয়ে পড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী উত্তীর্ণ হলেও উচ্চ শিক্ষায় ৬ লাখ আসন ফাঁকা থাকতো। যাচাই-বাছাই ছাড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং পরিকল্পনা ছাড়াই আসন বাড়ানোর ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে জানিয়ে আসন সংখ্যা পুনর্বিন্যাসের পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা।
কালের কণ্ঠ
রাজনীতিতে কমছে নারী নেতৃত্ব
১৯৮১ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর ১৯৮২ সালে বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি দলের চেয়ারপারসন। অন্যদিকে ১৯৭৫ সালে সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের ছয় বছর পর ১৯৮১ সালে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। আবার ২০১৯ সালে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর সংসদে টানা বিরোধী দলের প্রধান হিসেবে ছিলেন রওশন এরশাদ।
আজকের পত্রিকা
৫ কারণে দেশ ছাড়ছেন শিক্ষার্থীরা
দেশে মানসম্মত শিক্ষার ঘাটতি আছে। রয়েছে কর্মসংস্থানের অভাব, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা। এতে তরুণদের বড় অংশের মধ্যে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাজ করছে। এমন পরিস্থিতিতে উন্নত ভবিষ্যতের আশায় বিদেশমুখী হচ্ছেন তরুণ মেধাবী শিক্ষার্থীরা। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) তথ্য বলছে, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা এক দশকে দ্বিগুণের বেশি বেড়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিগত ৯ অর্থবছরে শিক্ষার্থীদের মাধ্যমে বৈধ চ্যানেলে দেশ থেকে বেরিয়ে গেছে প্রায় ৩১১ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩০ হাজার ২৭৭ কোটি টাকা (হিসাবটি গত ৯টি অর্থবছরের ডলারের দর অনুযায়ী)।
আরও পড়ুন
দেশ রূপান্তর
কে যাচ্ছেন কে থাকছেন
জাতীয় নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাঁটাইয়ের দাবি জোরালো হচ্ছে। রাজনৈতিক দলগুলোই বারবার এ প্রসঙ্গ সামনে আনছে। বিদায়ের জন্য উপদেষ্টাদের একটি অংশ মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছেন। তবে মাঠে সক্রিয় তিন দল বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপদেষ্টা পরিষদে কাটছাঁটের দাবি আবার তোলায় উপদেষ্টাদের কেউ কেউ আছেন অস্বস্তিতে। উপদেষ্টা পরিষদের কে কে পদত্যাগ করবেন আর কারা থাকবেন সেটি নিয়ে আলোচনা চলছে সরকারের ভেতর ও বাইরে।
আজকের পত্রিকা
সমন্বয়হীনতায় চালু হয়নি খুলনার শিশু হাসপাতাল
বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের উন্নত চিকিৎসার জন্য ২০০ শয্যাবিশিষ্ট খুলনায় বিভাগীয় শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। প্রথম ধাপে হাসপাতাল ভবনের পঞ্চম তলা পর্যন্ত নির্মাণে ব্যয় ধরা হয় ১১৪ কোটি টাকা। ২০২৪ সালের জুনে প্রথম ধাপের কাজও শেষ হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তরের মধ্যে সমন্বয়হীনতার কারণে এক বছরের বেশি সময় পার হলেও হাসপাতালটি চালু করা যায়নি। এতে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার শিশুরা।
দেশ রূপান্তর
চুক্তির বাধায় ঝুঁকিতে বিমানবন্দর
চুক্তি ছাড়াই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন শাখায় ৪৩ জন পরামর্শক কাজ করছেন; প্রায় বিনা বেতনে। ইতিমধ্যে তাদের চুক্তির মেয়াদ শেষ। এ নিয়ে চলছে সমালোচনা। মন্ত্রণালয় চাচ্ছে দ্রুত জনবল বাড়িয়ে বিষয়টির সুরাহা করতে। সংস্থাটি পরামর্শকদের চুক্তির মেয়াদও বাড়াতে চাচ্ছে; এর বিরোধিতা করছে বেবিচকের একটি অংশ। তাদের আশঙ্কা চুক্তির মেয়াদ বাড়ালে ঝুঁকিতে পড়বে দেশের বিমানবন্দরগুলো। অহেতুক টাকা খরচ হবে। উল্লেখ্য, পরামর্শকদের পেছনে খরচ মাসে প্রায় অর্ধকোটি টাকা।
আজকের পত্রিকা
৩ হাজারের তার কেনা হলো ১৬ হাজারে
বাজারে এক কয়েল (এক আরএম) তারের দাম ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা। রাজশাহীর নওহাটা পৌরসভা এই তার কিনেছে ১৬ হাজার ২০০ টাকায়। শুধু তা-ই নয়, বৈদ্যুতিক বাল্ব, ফ্লাডলাইট, হোল্ডার ও সার্কিট ব্রেকারের মতো ইলেকট্রিক পণ্য কেনাকাটায় বাড়তি মূল্য পরিশোধ দেখানোর অভিযোগ উঠেছে পৌরসভার কর্মকর্তাদের বিরুদ্ধে।
বণিক বার্তা
জনপ্রশাসন নিয়ে বিতর্ক তুঙ্গে, আলোচনায় আবারো ৮২ ব্যাচ
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোয় চলছে রদবদলের প্রস্তুতি। তবে নিরপেক্ষতার প্রশ্নে প্রশাসনের কিছু গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের নিয়ে উঠছে প্রশ্ন। অনেকেই মনে করছেন, আসন্ন ভোটের পরিবেশ ও প্রশাসনিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারেন তারা। সম্প্রতি রাজনৈতিক দলগুলোও বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও সেখানে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। তাদের প্রায় সবাই আবার প্রশাসন ক্যাডারের ’৮২ ব্যাচের কর্মকর্তা। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ঘুরেফিরে নানা বিতর্কে সামনে আসছে আলোচিত এ ব্যাচের কর্মকর্তাদের নাম।
সমকাল
বিএনপি ও ছোট দলগুলো নাখোশ
জোটগত নির্বাচন করলেও নিজ দলীয় প্রতীকে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতায় ক্ষুব্ধ ও হতাশ ছোট দলগুলো। এসব দল মনে করছে, এই সিদ্ধান্তটি তড়িঘড়ি নেওয়া হয়েছে। এর ফলে বহুদলীয় গণতন্ত্র কিংবা বহুমতের সংসদীয় গণতন্ত্র অনেকটাই বাধাগ্রস্ত হবে। ছোট দলগুলো বড় দলের সঙ্গে পেরে উঠবে না। সংসদেও বহুমতের আদর্শ প্রতিফলিত হবে না, যা গণতন্ত্রের জন্য ভালো হবে না।
বণিক বার্তা
মেট্রো স্টেশনের নিচে রাত কাটে শত শত ছিন্নমূল মানুষের
রাজধানীর বুক চিরে ছুটে চলা মেট্রোরেল উন্নয়নের প্রতীক। প্রতিদিন হাজার হাজার মানুষ যখন এর সুবিধা নিয়ে যাতায়াত করছে, তখন সেই একই কাঠামোর নিচে চলছে অন্য রকম এক জীবন। মেট্রোরেলের স্টেশনের নিচে, পিলারের পাশে, সড়কদ্বীপের রেলিংয়ের ভেতরে ও পাশের ফুটপাতে আশ্রয় নিয়েছে শত শত গৃহহীন ছিন্নমূল মানুষ। অনেকেই পরিবার হারিয়ে রাস্তায় এসেছে, কারো জন্মই হয়েছে ফুটপাতে। আবার কেউ কেউ অভাব, সৎমায়ের অত্যাচার কিংবা সংসারে ভাঙনের কারণে রাজধানীতে এসে ঠাঁই নিয়েছে মেট্রোরেলের স্থাপনার নিচে।
প্রথম আলো
অব্যবহৃত পড়ে আছে ভোলার গ্যাস, থাকতে পারে ১৪৩২ বিলিয়ন ঘনফুট
দেশে প্রতিবছর কমছে গ্যাসের উৎপাদন। চড়া দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করেও চাহিদা মেটানো যাচ্ছে না। চাহিদামতো গ্যাস পাচ্ছে না শিল্পকারখানা। আটকে আছে নতুন বিনিয়োগ। অথচ অবহেলায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে দক্ষিণের দ্বীপজেলা ভোলার গ্যাস। এ গ্যাস ব্যবহার নিয়ে আড়াই দশক পরও কার্যকর পরিকল্পনা নিতে পারেনি সরকার।
সমকাল
রাজনৈতিক মামলায় ঘায়েল নেতাকর্মীদের জীবন
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান। বিগত সরকারের আমলে সারাদেশে তাঁর বিরুদ্ধে ৩১২টি মামলা হয়। এর মধ্যে চার মামলায় তাঁকে সাড়ে আট বছরের সাজাও দেন আদালত। জুলাই অভ্যুত্থানের পর আত্মসমর্পণ করে জামিন নেন তিনি। এরপর একে একে প্রায় ৮০টি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। বাকি মামলায় হাজিরা দিতে নিয়মিত বরিশাল, পটুয়াখালী, মাগুরাসহ বিভিন্ন জেলায় ছুটতে হচ্ছে তাঁকে।
প্রথম আলো
নির্বাচনী প্রস্তুতিতেই এখন পূর্ণ মনোনিবেশ বিএনপির
জুলাই সনদের অধ্যায় শেষ পর্যায়ে। যদিও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে উৎকণ্ঠা রয়ে গেছে। এর মধ্যেই পূর্ণ মাত্রায় নির্বাচনী তৎপরতায় মনোনিবেশ করেছে বিএনপি।
দলটির সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে, দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে দুই শতাধিক আসনে মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে। এরপর আনুষ্ঠানিকভাবে তাঁদের নাম প্রকাশ করা হবে। কয়েক দিনের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হবে।
সমকাল
রাজনৈতিক সংঘাতে দেশে এক লাখ ৫৯ হাজার মানুষ বাস্তুচ্যুত
বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা, সংঘাত ও বিরোধী মত দমনের কারণে ২০২৪ সালে এক লাখ ৫৯ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্য দুই হাজার ৮০০ জন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। বাকিরা দেশে আছে, নাকি দেশের বাইরে চলে গেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ইন্টারন্যাশনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার (আইডিএমসি) ও জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই তথ্য জানিয়েছে। সর্বশেষ গত মে মাসে আইডিএমসি তাদের ওয়েব সাইটে এ-সংক্রান্ত তথ্য হালনাগাদ করেছে।
বণিক বার্তা
আমদানির প্রভাবে নিম্নমুখী চালের বাজার, কেজিতে কমেছে ৫-৬ টাকা
চলতি বছর দেশে বোরো ধানের ফলন ভালো হলেও গত জুন থেকে বাড়তে শুরু করে চালের দাম। জুন থেকে আগস্ট পর্যন্ত মোটা, মাঝারি ও সরু চালের দাম প্রতি কেজিতে বেড়েছিল প্রায় ৮-১০ টাকা। তবে আগস্টের শেষদিক থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এ দাম প্রায় অপরিবর্তিত থাকলেও এক সপ্তাহে প্রতি কেজি চালের দাম কমেছে ৫-৬ টাকা। বিশেষ করে পাইকারি বাজারে বস্তাপ্রতি দাম কমেছে ১২৫-১৫০ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, মূলত আমদানির কারণেই দাম কমতে শুরু করেছে। তবে পোলাও চালের দাম বেড়েছে বস্তাপ্রতি ৫০০ টাকা।
কালের কণ্ঠ
নির্বাচিত সরকারের অপেক্ষায় ব্যবসায়ীরা
সময় যত যাচ্ছে, একটি নির্বাচিত সরকারের দাবি ততই জোরালো হচ্ছে। ব্যবসায়ী-উদ্যোক্তা মহল একটি রাজনৈতিক সরকারের অপেক্ষায়। চলমান পরিস্থিতিতে তারা চরম আস্থাহীনতায় এবং উদ্বেগ-উৎকণ্ঠায়। ফলে নতুন উদ্যোগ-বিনিয়োগ কার্যক্রম প্রায় স্থবির।
কালবেলা
নির্বাচনী ট্রেনে উঠতে যাচ্ছে এনসিপি
নির্বাচনী ট্রেনে উঠতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের সাংগঠনিক পরিকল্পনা সাজানো, ভোটের মাঠের রাজনৈতিক সমীকরণ ও সম্ভাব্য জোট নিয়ে দলটিতে চলছে নানামুখী তৎপরতা। প্রথমদিকে এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেও সেই অবস্থান থেকে সরে এসেছে এনসিপি। দলটির ভেতরে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্ভাব্য তিনটি জোটের সমীকরণ। যদিও এনসিপির নির্বাহী কমিটির একাধিক সদস্য কালবেলাকে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বিএনপির সঙ্গে জোট কিংবা আসন সমঝোতায় এখন তাদের দলের জন্য সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প। নীতিনির্ধারণী পর্যায়ে এ নিয়ে আলোচনা এরই মধ্যে অনেকদূর এগিয়েছে বলেও জানান তারা। অবশ্য জোটভুক্ত হলেও নিজেদের দলের নাম ও দলীয় প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে এনসিপি। নভেম্বর মাসের মধ্যে অন্তত ১০০টি আসনে দলীয় প্রার্থী ঘোষণার প্রস্তুতিও নিচ্ছে দলটি। যার অংশ হিসেবে এরই মধ্যে নেতাকর্মীদের দেওয়া হয়েছে নির্বাচনী বার্তা।
কালের কণ্ঠ
ধানি জমির ১০ শতাংশ ছাড়তে পরামর্শ কৃষিবিজ্ঞানীদের
দেশে মোট আবাদি জমির প্রায় ৭২ থেকে ৭৮ শতাংশজুড়ে ধানের চাষ হয়। ফলে অন্যান্য খাদ্যশস্য, শাক-সবজি, ডাল ও তেলবীজ উৎপাদন ক্রমেই পিছিয়ে পড়ছে। কৃষিবিজ্ঞানীরা বলছেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি এখন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। এ জন্য ধাননির্ভর কৃষি থেকে ধীরে ধীরে বৈচিত্র্য আনতে হবে।
