মালয়েশিয়ায় অসুস্থ বাংলাদেশি নাগরিক জাহাঙ্গীরকে পরিবারের কাছে হস্তান্তর

মালয়েশিয়ায় অসুস্থ বাংলাদেশি নাগরিক জাহাঙ্গীর আলম সরকারি খরচে দেশে ফিরেছেন। গত শুক্রবার তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রোববার (৯ নভেম্বর) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
হাইকমিশন জানায়, গত মাসে জহুর বারুতে পেকান নানাস ক্যাম্প পরিদর্শনের সময় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের নজরে আসা অসুস্থ বাংলাদেশি নাগরিক জাহাঙ্গীর আলমকে গত ৭ নভেম্বর হাইকমিশনের ব্যবস্থাপনায় দেশে পাঠানো হয়েছে। জাহাঙ্গীর আলমের যার তথ্য চেয়ে হাইকমিশনের ফেসবুক পেজ থেকে অনুরোধ জানানোর পর ৫টি জেলা থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে নরসিংদী জেলায় তার পরিবারকে শনাক্ত করা হয়। তাকে বাংলাদেশ হাইকমিশন সরকারি খরচে তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছে।
জাহাঙ্গীর আলম গত ৭ নভেম্বর রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ইমিগ্রেশনের সব কার্যক্রম শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনআই/জেডএস