নির্ধারিত সময়ে অফিসে থাকেন না ডিএসসিসির কিছু কর্মকর্তা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কিছু কর্মকর্তা-কর্মচারী তাদের নিজেদের দফতরে বিলম্বে উপস্থিত হন বা অনেক সময় নির্ধারিত সময়ের আগেই অনুমতি ছাড়া অফিস থেকে চলে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে ডিএসসিসির সেবা প্রদান জনস্বার্থে ক্ষুণ্ণ হচ্ছে।
দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ডিএসসিসির বিভিন্ন দফতরের কিছু কিছু কর্মকর্তা ও কর্মচারীরা যে সময়ে অফিসে উপস্থিত থাকার কথা সেই নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হন না। এছাড়া নির্দিষ্ট সময়ের পরে অফিসে উপস্থিত হলেও অফিস সময় শেষ হওয়ার আগেই তারা দফতর ত্যাগ করেন। এতে করে ডিএসসিসি কর্তৃক সেবা প্রদান জনস্বার্থে ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে কিছু কিছু কর্মকর্তা-কর্মচারী অনুমতি বা ছুটি ছাড়াই তাদের দফতরে অনুপস্থিত থাকছেন অনেক সময়।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কিছু কিছু কর্মকর্তা অফিসে সময় মত উপস্থিত হন না, এতে সেবা নিতে আসা মানুষেরা ভোগান্তিতে পড়েন। সেই সঙ্গে ডিএসসিসির কাজও পিছিয়ে যায়। এ বিষয়ে আগেও সতর্ক করা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। অনেকে অফিসের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যান। যে কারণে ডিএসসিসির সেবাদান ব্যাহত হচ্ছে।
কর্মকর্তা-কর্মচারীদের সময় মত অফিসে উপস্থিত না হওয়া বিষয়ে এই অভিযোগ দক্ষিণ সিটি করপোরেশনের নীতি-নির্ধারণী পর্যায়েও গেছে। ফলে তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হয়েছেন বলে জানা গেছে। এরপর থেকে এভাবে কেউ অনুপস্থিত থাকলে বা বিলম্বে অফিসে উপস্থিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা ২০১৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবে বলে জানা গেছে।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দফতর আদেশ দেওয়া হয়েছে। গত রোববার (২০ জুন) এই দফতর আদেশ দেওয়া হয়। সেখানে সচিব আকরামুজ্জামান উল্লেখ করেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কিছু কর্মকর্তা-কর্মচারী দফতরে বিলম্বে উপস্থিত বা অননুমোদিত অনুপস্থিত বা পূর্বানুমতি ব্যতিরেকে দফতর ত্যাগ করছেন। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক সেবা প্রদান জনস্বার্থে ক্ষুণ্ণ হচ্ছে।
আদেশে তিনি আরও উল্লেখ করেন, এ অবস্থায় নগরবাসীকে উত্তম সেবাদানের লক্ষ্যে ডিএসসিসির সব কর্মকর্তা-কর্মচারীকে যথাসময়ে দফতরে উপস্থিত নিশ্চিত করতে হবে। সময়সূচির পূর্ণ সময় দফতরে অবস্থান করতে হবে। দাফতরিক কাজে নিয়োজিত থাকা ও দফতর সময়ের আগে পূর্বানুমতি ব্যতিরেকে দফতর ত্যাগ না করার জন্য পুনরায় নির্দেশনা দেওয়া হলো। অন্যথায় সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা ২০১৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএসএস/ওএফ