গুলিস্তানে আ. লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন

রাজধানীর গুলিস্তান মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশেই হোটেল রমনা সংলগ্ন একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৬ তলা বিশিষ্ট ভবনের ৩ তলায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর সব ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত সাড়ে ১২টার দিকে হোটেল রমনার পাশের মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট পাঁচটি ইউনিট সেখানে পাঠানো হয়। রাত ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।
জেইউ/এআরবি