রামপুরায় ভিক্টর ক্লাসিক বাসে আগুন

রাজধানীর রামপুরা টিভি সেন্টারের সামনে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাত ১০টার দিকে বাসে আগুনের সংবাদ পাই। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো সংবাদ আসেনি আমাদের কাছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের পুলিশ কমিশনার মো. ইবনে মিজান। তিনি জানান, হাতিরঝিল থানা এলাকায় একটি ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত নেই। আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এটি নাশকতা না অন্য কিছু সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে আমাদের পুলিশ উপস্থিত রয়েছে।
এমএসি/এসএএ/বিআরইউ