উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে গ্রন্থাগারের যাত্রা শুরু

রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে (রুয়াপ) শনিবার কেন্দ্রীয় গ্রন্থাগারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মুজাফফর উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বুদ্ধিজীবী ও শিক্ষক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উদ্যোক্তাদের প্রতিনিধিত্বকারী কবি ও অধ্যাপক ড. শোয়াইব জিবরান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রুয়াপ কেন্দ্রীয় গ্রন্থাগার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও চলচ্চিত্র নির্মাতা আকা রেজা গালিব।
উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক ব্লক–এ প্রায় ৬৬৩৬টি ফ্ল্যাটে কয়েক হাজার মানুষ বসবাস করেন। প্রতিটি ভবনে ৮৪টি ফ্ল্যাটের এই বৃহৎ কমিউনিটির মানসিক বিকাশ, জ্ঞানচর্চা এবং বিশেষ করে শিশুদের বইপড়ার অভ্যাস গড়ে তুলতে নবউদ্বোধিত গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন।
প্রক্রিয়ার অগ্রগতির বিষয়ে বিস্তারিত তুলে ধরে ড. শোয়াইব জিবরান বলেন, দীর্ঘদিনের প্রচেষ্টায় গ্রন্থাগার প্রতিষ্ঠার অনুমোদন মিলেছে। এ কাজে সহযোগিতাকারী সবাইকে তিনি ধন্যবাদ জানান।
প্রধান বক্তা অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, “বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় লাইব্রেরিকে কেন্দ্র করেই বিকশিত হয়েছে। অক্সফোর্ড বা প্যারিসের ন্যাশনাল লাইব্রেরি তার প্রমাণ। বিশ্ববিদ্যালয়ের জন্য লাইব্রেরি নয়, বরং লাইব্রেরির ভিত্তিতে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। অতীতে যেমন মসজিদের পাশে মক্তব ছিল এবং তা ধীরে ধীরে মাদ্রাসায় রূপ নিয়েছে—তেমনি এখানে যদি একটি স্কুল থাকে, লাইব্রেরিও প্রাণবন্ত থাকবে। লাইব্রেরিকে জীবন্ত রাখতে হলে বাংলা মাধ্যমের একটি স্কুল প্রয়োজন।”
প্রধান অতিথি মোহাম্মদ মুজাফফর উদ্দিন বলেন, “এই এলাকায় বহু শিক্ষিত, সৃষ্টিশীল ও সাংস্কৃতিকমনস্ক মানুষ থাকেন। তাই এই গ্রন্থাগার সুন্দরভাবে পরিচালিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের মানসিক বিকাশে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
অনুষ্ঠানের শেষে আহ্বায়ক আকা রেজা গালিব বলেন, “গ্রন্থাগারকে সমৃদ্ধ করতে সবার সহযোগিতা দরকার। আমরা সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।”
উল্লেখ্য, স্থানীয় বইপ্রেমী ও সাহিত্যশিল্পীদের উদ্যোগে গঠিত ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ২০ নভেম্বর রাজউক কর্তৃপক্ষ অনুমোদন করে। উপদেষ্টা পরিষদে রয়েছেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, যুক্তরাষ্ট্রের মিসৌরি স্টেট ইউনিভার্সিটির এমিরিটাস অধ্যাপক মোহাম্মদ হাসমত আলী এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস।
কমিটির আহ্বায়ক চলচ্চিত্র নির্মাতা আকা রেজা গালিব এবং সদস্য সচিব কবি ও ছড়াকার মোক্তার হোসেন।
