টিকিট বিহীন ১৯৭১ যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকা আদায়

একদিনে ৭৬টি ট্রেনে অভিযান পরিচালনা করে টিকিটবিহীন এক হাজার ৯৭১ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এসময় তাদের কাছ থেকে মোট ৪ লাখ ২৭ হাজার ১৭৫ টাকা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য প্রকাশ করা হয়।
পোস্টে উল্লেখ করা হয়, গতকাল ২৪ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০১ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৬টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ১ হাজার ৯৭১টি মামলা করা হয়।
অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৯৪৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ২৭ হাজার ২৩০ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ২৭ হাজার ১৭৫ টাকা। ওইদিন মোট ২ হাজার ৯৯১টি টিকিট যাচাই করা হয়।
এমএইচএন/এমএন