লালবাগে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

রাজধানীর লালবাগে অজ্ঞান পার্টির কবলে পড়ে অটোরিকশা খুইয়েছেন জনি দাস (৩৫) নামের এক অটোচালক।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে লালবাগের ছোট বাটা মসজিদ এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
জনি দাস লালবাগের বেলতলি সেক সাহেব বাজার এলাকার হরি জীবন দাসের ছেলে বলে জানিয়েছেন স্বজনরা।
জনি দাসের ভাই রকি দাস জানান, আমার ভাই পেশায় একজন অটোরিকশা চালক। আজ রাতের দিকে ছোট বাটা মসজিদ এলাকায় অজ্ঞান পার্টির প্রতারক চক্ররা খাবারের সঙ্গে কিছু মিশিয়ে তাকে অচেতন করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা বিষয়টি মোবাইল ফোনে আমাদের জানালে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে অচেতন অবস্থায় আমার ভাইকে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মেডিসিন বিভাগের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি দেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মঙ্গলবার রাতে লালবাগ থেকে অচেতন অবস্থায় ওই অটো চালককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা দেখে মেডিসিন বিভাগে ভর্তি দেন জরুরি বিভাগের চিকিৎসক। বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমএন