মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় পেট্রোল বোমা-ককটেল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল সংলগ্ন লালমাটিয়ার ত্রিকোণ পার্কের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পেট্রোল বোমা, ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-২ ও র্যাব হেডকোয়ার্টার্স ইন্টেলিজেন্স উইং।
সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। পরে সেগুলোকে নিষ্ক্রিয় করার জন্য র্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৭টি পেট্রোল বোমা, ৪টি ককটেল, ৭০০ গ্রাম গানপাউডার, ৫০০ গ্রাম স্প্লিন্টার ও তারকাটা, ৪টি টেপ রোল, ৭০০ মিলিলিটার পেট্রোল।
বিষয়টি নিশ্চিত র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শামসুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স উইং ও র্যাব-২ এর একটি আভিজনিক দল মোহাম্মদপুরের লালমাটিয়ার ত্রিকোণ পার্কের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পেট্রোল বোমা, ককটেল, গান পাউডার স্প্রিন্টার ও পেট্রোল উদ্ধার করা হয়। পরে সেগুলোকে নিষ্ক্রিয় করার জন্য আমাদের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার করা গান পাউডার, স্প্লিন্টার, তারকাটা ও টেপ ব্যবহার করে আরও ২০-২৫টি ককটেল তৈরি করা সম্ভব হতো। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় নাশকতা করার উদ্দেশ্যে এসব বিস্ফোরক সরঞ্জাম সংগ্রহ করে পার্কে লুকিয়ে রেখেছিল।
এসএএ/এমএন