অভিবাসন প্রক্রিয়ায় অনৈতিক প্রভাব খাটানোর প্রচেষ্টা অপরাধ

অভিবাসন প্রক্রিয়ায় ঘুষ বা অনৈতিক প্রভাব খাটানোর যেকোনো প্রচেষ্টা অপরাধ, এমন কঠোর সতর্কতা দিয়েছে ঢাকার সুইডেন দূতাবাস। দূতাবাস বলছে, ন্যায় ও সমতার ভিত্তিতেই সুইডেনের অভিবাসন ব্যবস্থা পরিচালিত হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বার্তায় এ সতর্কতা দিয়েছে সুইডেন দূতাবাস।
বার্তায় বলা হয়, দুর্নীতির বিরুদ্ধে সুইডেনের আইন কঠোর ও আপসহীন। ঘুষ দেওয়া, নেওয়া বা প্রভাব খাটানোর চেষ্টা সুইডেনে ফৌজদারি অপরাধ। সরকারি কর্মকর্তা থেকে বেসরকারি যেকোনো ব্যক্তি সবার ক্ষেত্রেই এই আইন সমভাবে প্রযোজ্য।
দূতাবাস জানায়, অভিবাসন সংক্রান্ত প্রক্রিয়ায় অতিরিক্ত সুবিধা দেওয়ার বিনিময়ে সুবিধা নেওয়া বা দেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের অনৈতিক প্রভাব বিস্তার সুইডেনের মানবিক, ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ অভিবাসন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে।
সমতা, বিশ্বাসযোগ্যতা ও ন্যায়বোধ বজায় রাখাই সুইডেনের অভিবাসন ব্যবস্থার মূল নীতি। তাই ঘুষ বা প্রভাব খাটানোর কোনো উদ্যোগই সহ্য করা হবে না।
এনআই/জেডএস