শিল্পকলায় ‘সিরাজ উদ দৌলা’ মঞ্চায়িত হবে আজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ মঞ্চায়িত হবে ‘সিরাজ উদ দৌলা’। আজ (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নেত্রকোনার ‘প্রত্যয় বাংলাদেশ যাত্রাদল’ মঞ্চস্থ করবে ‘সিরাজ উদ দৌলা’ পালা।
পালাকার হিসেবে রয়েছেন শচীন সেনগুপ্ত এবং পরিচালনা করবেন জুয়েল রানা।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিয়ে আসা যাত্রা দলগুলো এ প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।
প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় এ যাত্রাপালা শুরু হয়। গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে বিজয়ের মাসজুড়ে এ প্রদর্শনী চলবে।
রোববার একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় যাত্রাপালা ‘আলোমতি প্রেমকুমার’। এটির পালাকার ছিলেন জসিমউদ্দিন এবং পরিচালনা করেন সুমি আক্তার।
যাত্রাপালাটি মঞ্চায়ন করে ভেলানগর নরসিংদীর যাত্রাদল ‘নিউ সুমি অপেরা’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাসেদ মিয়া, আলম মেম্বার, আব্দুল্লা মামুন, রিটন সরকার, হারুন মিয়া, বিমল চন্দ্র মন্ডল, ফারুক মেম্বার, জাকির হোসেন, আনিছুর রহমান, আবু রায়হান, রহিম, আপন, কুদ্দস মিয়া, জীবন, লিটন, শাহাবুদ্দিন, শাহিনুর আক্তার লক্ষ্মী, শিউলী বেগম, সুমি আক্তার, শিউলী বেগম ও লাকি আক্তার প্রমুখ। নেপথ্য কলা-কুশলী হিসেবে ছিলেন শাকায়ত হোসেন সাগর, আতাউর রহমান আশরাফুর ইসলাম প্রমুখ।
মাসব্যাপী এই যাত্রাপালা প্রদর্শনীতে নিবন্ধিত ৩৬টি যাত্রাদল ৩৬টি যাত্রাপালা এবং মহান বিজয় দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রাদলের বিশেষ যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’সহ ৩৭টি যাত্রাপালা মঞ্চায়িত হবে।
প্রদর্শনীর টিকেটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। টিকেট বিক্রি হতে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে দেওয়া হবে।
এছাড়াও প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট।
উল্লেখ্য, প্রতিদিনের প্রদর্শিত যাত্রাপালাগুলো জুরি বোর্ডের বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে।
এনএফ
