চমেক হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে প্রাণ গেল একজনের

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ভবনের ছয় তলা থেকে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ গড়িয়ে পড়ে জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।
জাহাঙ্গীর আলম (৫৫) হাটহাজারী উপজেলার উত্তর মার্দাশা এলাকার রহিম উদ্দীন বাড়ির ভোলা মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের মূল ভবনের ছয় তলায় গাইনি ওয়ার্ডে ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের এক স্বজন চিকিৎসাধীন ছিলেন। তাকে দেখতে তিনি হাসপাতালে গিয়েছিলেন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, হাসপাতাল থেকে সিঁড়ি দিয়ে নেমেছিলেন ভুক্তভোগী। হঠাৎ তিনি গড়িয়ে পড়েন। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমআর/বিআরইউ