চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত আব্দুর রহমান মিয়া (৭০) দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।
কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আব্দুর রহমান মিয়া চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার উত্তর আগ্রাবাদ পূর্ব মুহুরি পাড়ার বাসিন্দা। তিনি মৃত জইন উদ্দিন প্রকাশ দরফ আলীর ছেলে এবং ২৪ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, কোতোয়ালি থানার একটি মামলায় হাজতি হিসেবে আটক আব্দুর রহমান মিয়াকে গত বছরের ১৭ নভেম্বর কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২৪ ডিসেম্বর চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ভর্তি করেন। হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা গ্রহণের পর গত ১৮ জানুয়ারি তাকে ছাড়পত্র দিয়ে পুনরায় কারাগারে পাঠানো হয়।
হাসপাতালের ছাড়পত্র অনুযায়ী, তার শরীরে ফুসফুসের ক্যানসার শনাক্ত হয়েছিল, যা পরবর্তীতে মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। এ ছাড়া তিনি উচ্চ রক্তচাপসহ অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিলেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, গত ২৬ জানুয়ারি তাকে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ বলেন, ‘আব্দুর রহমান মিয়া ক্যানসার আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। ২৬ জানুয়ারি থেকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি থাকা অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। হাজতির মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
আরএমএন/বিআরইউ