হাদী হত্যার প্রতিবাদে ঢাবিতে ভারতীয় আগ্রাসন প্রতিরোধী মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় আগ্রাসন প্রতিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় আজাদী আন্দোলন ব্যানারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, হাদি কথা রেখেছে। হাদি শহীদী মৃত্যুকে বরণ করেছে। তিনি জুলাইকে বিক্রি হতে দেননি। ভারতীয় আধিপত্যবাদের কাছে তিনি মাথা নত করেননি। হাদির আদর্শ ধারণ করে আমাদের মাথা উঁচু করে চলতে হবে তাতেই তার আত্মা শান্তি পাবে।
তিনি আরও বলেন, জুলাই ঐক্যের ব্যানারে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করতে গিয়েছিলাম, যাতে খুনি হাসিনাকে তারা ফেরত দেয়। হাদির ওপর যারা হামলা চালিয়েছে, তারা ভারতের আশ্রয়ে রয়েছে। তাদের ফেরত দিতে হবে। কিন্তু ভারতীয় সরকার বলেছে দূতাবাস ঘেরাও করতে আসা লোকজন চরমপন্থি।
রাশেদ প্রধান আরও বলেন, হাদি একজন হতে পারে, কিন্তু আজ লাখো হাদি ঘরে ঘরে জন্ম নিয়েছে। ভারতীয় আধিপত্যবাদ আর মেনে নেওয়া হবে না। আমাদের লড়াই আজাদীর লড়াই।
এসময় সমাবেশে ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ’, ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘ফেলানী থেকে হাদি—আজাদী, আজাদী’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এসএআর/জেডএস