আমার ভাই হত্যার বিচার যেন এই বাংলার জমিনে দেখতে পাই

শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক বলেছেন, আজ ৮ দিন হয়ে গেল। প্রকাশ্য দিবালোকে জুমার জামাজের পর খুনি গুলি করে পার পেয়ে গেল। আমার ভাই হত্যার বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমি দেখতে পাই।
হাদির নামাজে জানাজায় অংশ নেওয়ার আগে এসব কথা বলেন আবু বকর।
আবু বকর সিদ্দিক বলেন, আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে। আপনারা ওর বক্তব্য শুনেছেন, তার টকশো শুনেছেন। ও সব সময়ে শহীদি মৃত্যু কামনা করতো। হয়তো আল্লাহ তায়ালা তার সেই শহীদি মন নসিব করে দিয়েছেন।
তিনি বলেন, ৭-৮ দিন হয়ে গেল, আমরা শহীদ ওসমান হাদির বিষয়ে কিছু করতে পারলাম নাই। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমরা ওসমান হাদির জন্য দোয়া করি। আমরা তার স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করি। ওর সন্তানের বয়স মাত্র ৮ মাস।
বক্তব্য শেষে আবু বকর সিদ্দিকের ইমামতিতেই ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় লাখো মানুষের ঢল নামে। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলেন, ওসমান শরীফ হাদিকে বিদায় দিতে আসিনি, তুমি আমাদের বুকের মধ্যে আছো। বাংলাদেশ যত দিন টিকে থাকবে, তুমি আমাদের মধ্যে থাকবে। তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছ সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি।
আরএম/এনএফ