আইনজীবী মনসুরুল গুমের মামলায় অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন

টিএফআই সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জে তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
রোববার (২১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। টিএফআই সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার তিন আসামির হয়ে লড়ছেন এই আইনজীবী।
মনসুরুল হক বলেন, তিন আসামির পক্ষে আজ ডিসচার্জের (অব্যাহতি) আবেদন করেছি আমরা। এর ওপর শুনানি হয়েছে। কিন্তু ফরমাল চার্জে ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান ও লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমানের বিরুদ্ধে কোনো প্রমাণ আনতে পারেনি প্রসিকিউশন। পুরো ফরমাল চার্জেই গুমের ক্ষেত্রে এই তিনজনের নাম বলতে পারেনি তারা। কারণ গুমের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না।
তিনি বলেন, কোনো অভিযুক্তের বিরুদ্ধে ফরমাল চার্জ আনতে হলে প্রসিকিউশনকে পিন পয়েন্ট আকারে করতে হবে। এটা খুবই পরিষ্কারভাবে আনতে হয়। অথচ এ ধরনের কোনো কিছুই আনতে পারেনি প্রসিকিউশন। তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। সবমিলিয়ে আমরা ডিসচার্জ চেয়ে আবেদন করেছি। আগামী ২৩ ডিসেম্বর অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
টিএফআই সেলে গুমের মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাকে নির্দোষ দাবি করে আইনজীবী তাবারক হোসেন বলেন, আমরা আজ তিনটি আবেদন করেছি। এর মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলমের জামিন চেয়ে একটি আবেদন করা হয়। অপর দুটি প্লেস অব অকারেন্স ভিজিট ও র্যাব থেকে কিছু তথ্য পাওয়ার আবেদন।
বিচারকাজকে বিলম্বের চেষ্টা করছেন বলে মন্তব্য প্রসিকিউশনের— এমন প্রশ্নে এই আইনজীবী বলেন, আমাদের কাজ হলো অপরাধী যতটুকু অপরাধ করে, ঠিক ততটুকুই যেন হয়। অথবা খালাস পাওয়ার যোগ্য হন। প্রসিকিউশন থেকে যদি বলা হয় আমরা বিলম্ব করছি, তাহলে আমরাও বলতে পারি তারা তাড়াহুড়ো করছেন। আমাদের যতটুকু সময় প্রয়োজন ততটুকুই চাই। এখানে বিলম্ব করার সুযোগ বা তেমন উদ্দেশ্যও নেই।
এমআরআর/এসএম