নিজস্ব ভাষা ও সংস্কৃতি হারাতে বসেছে সুন্দরবনের মুন্ডা জনগোষ্ঠী

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
ভোটে শঙ্কা বাড়াচ্ছে অবৈধ অস্ত্র, গুজব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু করার পথে অবৈধ অস্ত্র, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, গুজব ছড়ানো, চিহ্নিত সন্ত্রাসীদের ঢালাও জামিন, সীমান্তে নিরাপত্তার দুর্বলতাসহ নানা চ্যালেঞ্জ ও আশঙ্কার কথা তুলে ধরেছেন প্রশাসন ও পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তারা।
কালবেলা
রাউজানে দরজা আটকে বসতঘরে আগুন
চট্টগ্রামের রাউজানে গভীর রাতে বাইরে থেকে দরজা আটকে দিয়ে হিন্দু সম্প্রদায়ের দুটি পরিবারের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। টিন ও বাঁশের বেড়া কেটে বের হয়ে দুই পরিবারের আট সদস্য অল্পের জন্য প্রাণে রক্ষা পান। ঘটনাটি ঘটে সোমবার রাত পৌনে ৪টার দিকে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর গ্রামে।
এ নিয়ে গত পাঁচ দিনে উপজেলার তিনটি এলাকায় একই ধরনের ঘটনা ঘটার অভিযোগ পাওয়া গেছে। যেসব ঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে, সেসবের প্রতিটিই হিন্দু পরিবারের। প্রতিটি অগ্নিকাণ্ডের পর কেরোসিন লাগানো কাপড় এবং বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতনদের নাম-মোবাইল নম্বরসহ হাতে লেখা কাগজ জব্দ করেছে পুলিশ। ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কালের কণ্ঠ
নির্বাচন ঠেকাতেই হামলা, সহিংসতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত বা বানচাল করতেই সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো স্বাভাবিক নয়, বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য সামনে রেখেই ঘটানো হয়েছে।
আজকের পত্রিকা
বাংলাদেশ-ভারত সম্পর্ক: উত্তেজনা বাড়ছে দ্রুত
বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে। গত প্রায় দেড় বছরে নানা ঘটনায় সেই টানাপোড়েন বেড়েছে। অতি সম্প্রতি বিভিন্ন ইস্যুতে পাল্টাপাল্টি কূটনৈতিক তলব, রাজনৈতিক নেতাদের বক্তব্য, দুই দেশের হাইকমিশনের সামনে বিক্ষোভে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এর জেরে প্রথমে বাংলাদেশে ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয় ভারত। তারপর বাংলাদেশও ভারতে ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করে। এ ছাড়া ঢাকার অভিযোগ, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ‘নসিহত’ দেওয়ার চেষ্টা করছে ভারত।
দেশ রূপান্তর
উপদেষ্টা পরিষদের রদবদলের খবর গুজব
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রদবদল হওয়ার যে খবর চাওর হয়েছে তা সঠিক নয় বলে নীতি নির্ধারক পর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
গতকাল মঙ্গলবার একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সরকারের প্রভাবশালী একজন উপদেষ্টা দেশ রূপান্তরকে জানান, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন নিয়ে গুজব ছড়ানো হয়েছে। এ মুহূর্তে এমন কোনো পরিকল্পনা নেই।
যুগান্তর
শিল্পে গ্যাস সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত
বিদ্যুৎ খাতে সরবরাহ কমিয়ে শিল্প কারখানা এবং ক্যাপটিভে গ্যাস সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা। নতুন বছরের শুরু থেকে বাড়তি গ্যাস সরবরাহ করা হবে। বর্তমানে দৈনিক ৮৯ কোটি ঘনফুট থেকে বাড়িয়ে আগামী তিন মাস ১১০ কোটি ঘনফুট গ্যাস পাবে দেশের শিল্প কারখানাগুলো। এর মধ্যে শিল্পে ৫৭ কোটি এবং ক্যাপটিভে ৫৩ কোটি ঘনফুট গ্যাস বরাদ্দ রাখা হয়েছে। ইতোমধ্যে দেশের সব বিতরণ কোম্পানিকে বিষয়টি জানিয়ে দিয়েছে পেট্রোবাংলা।
কালের কণ্ঠ
সংসার নিয়ে দুশ্চিন্তায় দিপুর স্ত্রী
‘আমি কিভাবে চলবাম, মেয়ে শিশুটাকেই কিভাবে বড় করবাম, সংসারের রোজগারের মানুষটাই শেষ হইয়া গেল।’ ময়মনসিংহের ভালুকায় হত্যার শিকার দিপুর বিধবা স্ত্রী মেঘনা রানী দাস গতকাল কালের কণ্ঠের কাছে এভাবেই আহাজারি করেন। স্বামীর হত্যাকাণ্ডের পর সংসারের খরচই কিভাবে চলবে, একমাত্র সন্তান গীতিকা রানী দাসকে নিয়ে তিনি কিভাবে চলবেন—এ নিয়ে তাঁর দুশ্চিন্তার শেষ নেই। দিপুর স্ত্রী গতকাল শুধুই চোখের জল মুছছিলেন।
দেশ রূপান্তর
অর্থ-অস্ত্রে কড়াকড়ি চান ডিসি-এসপিরা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের প্রশাসন, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন। বিভাগীয় কমিশনার এবং রেঞ্জ ডিআইজিরা জানিয়েছেন, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচন আয়োজনই তাদের মূল লক্ষ্য। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা সীমান্ত নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তির অপব্যবহার রোধের দাবি জানিয়েছেন তার। একই সঙ্গে চিহ্নিত অপরাধীদের জামিন রোধ, নির্বাচনের সময় অবাধ অর্থ লেনদেন বন্ধ এবং ভোটের আগে মোবাইল ব্যাংকিং নিয়ন্ত্রণের পরামর্শও দিয়েছেন তারা। প্রশাসন আশা করছে, একটি ‘মডেল নির্বাচন আয়োজন করে দেশের ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন সম্ভব হবে।
সমকাল
ঢাকা-দিল্লির মধ্যে উত্তেজনা প্রশমন চায় বন্ধু রাষ্ট্রগুলো
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকে। বর্তমানে তা এযাবৎকালের সবচেয়ে খারাপ অবস্থা পার করছে। এখন ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন বন্ধু রাষ্ট্রগুলো। তারা বাংলাদেশ ও ভারতের মধ্যকার উত্তেজনার অবসান চায়। তবে এখন পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কথা বলেছে জাপান ও রাশিয়া। বাকি দেশগুলো আলোচনা ও প্রশ্নের মাধ্যমে তাদের প্রত্যাশা জানিয়েছে।
দেশ রূপান্তর
হতাশার চক্রে আলুচাষিরা
রাজশাহী অঞ্চলের আলুচাষি ও ব্যবসায়ীরা গত মৌসুমে চরম খারাপ সময় পার করেছেন। ভালো দাম না পেয়ে প্রায় প্রতিটি আলুচাষিই সর্বস্বান্ত হয়ে পড়েছেন। পুঁজি হারিয়ে হাহাকার অবস্থা। এরই মাঝে আলু চাষের সঙ্গে জড়িতরা নতুন করে আবাদে নেমেছেন ক্ষতি পুষিয়ে ওঠার আশায়। কিন্তু শুরুতেই ধাক্কা খেয়েছেন চাষিরা। আলু চাষে গিয়ে তীব্র সার সংকটে পড়ে হতাশার মুখে পড়েছেন তারা। অনেকে সার না পেয়ে অনিশ্চয়তায় রয়েছেন। আবার অনেকে বাড়তি দামে সার কিনে জমি রক্ষা করছেন। এতে আবাদ খরচ বেড়ে যাচ্ছে। এবারও যদি প্রত্যাশিত দাম না পান, তাহলে তাদের পথে বসার উপক্রম হবে।
আজকের পত্রিকা
বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না
ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে চাওয়া নেতা-কর্মীদের যাতায়াতের জন্য ১০টি বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে সাত শর্তে এসব ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে।
সমকাল
চার মাসেও কর্মপদ্ধতি চূড়ান্ত করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়
ওষুধের কাঁচামাল বা অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট (এপিআই) শিল্প উন্নয়নে উদ্যোগ নেওয়ার চার মাস পেরিয়ে গেলেও এখনও কোনো কার্যকর কর্মপদ্ধতি নির্ধারণ করতে পারেনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত সেপ্টেম্বরের মধ্যেই এ বিষয়ে একটি প্রতিবেদন চূড়ান্ত করার কথা থাকলেও তা এখনো আলোর মুখ দেখেনি।
গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘এপিআই খাত উন্নয়ন কমিটি’র দ্বিতীয় সভায় এমন তথ্য জানান সংশ্লিষ্টরা। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান।
ইত্তেফাক
শতাধিক আসনে বিএনপির পথের কাঁটা বিদ্রোহী প্রার্থী
শতাধিক আসনে বিএনপির পথের কাঁটা বিদ্রোহী প্রার্থী। দলীয় মনোনয়নবঞ্চিত বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। একাধিক প্রার্থী মনোনয়নের বিধান না রাখায় এবার বিদ্রোহী হিসেবে লড়াই করার সুযোগ পাচ্ছেন বিভিন্ন স্তরের বিএনপির নেতারা। অনেক আসনে স্বতন্ত্র এবং দলীয়ভাবে মনোনয়ন সংগ্রহ করছেন প্রার্থীরা। যদিও বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিএনপি। এ বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়বেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি।’
কালের কণ্ঠ
হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ গুলি, নিহত ৫
নোয়াখালীর হাতিয়া দ্বীপে দুটি বিবদমান বাহিনীর সংঘর্ষ ও গোলাগুলিতে গতকাল মঙ্গলবার সকালে পাঁচজনের প্রাণহানি ঘটেছে। চর দখলকে কেন্দ্র করে ওই সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন কমপক্ষে আটজন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল প্রায় ১০টা থেকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চরে এই ঘটনা ঘটে।
বণিক বার্তা
নিজস্ব ভাষা ও সংস্কৃতি হারাতে বসেছে সুন্দরবনের মুন্ডা জনগোষ্ঠী
বাংলাদেশে মুন্ডাদের আগমন ও তাদের বসতি বিন্যাসের প্রকৃত তথ্য এখনো পুরোপুরি উদঘাটিত হয়নি। তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং উৎখননের ভিত্তিতে ভারতবর্ষের অন্তর্ভুক্ত বিহার ও রাচিতে যে তথ্য পাওয়া যায়, তাতে তাদের আদি বসতি বিন্যাসের সময়কাল এবং স্থান নিরূপণ করা যায়। প্রায় ২৩০ বছর আগে সুন্দরবন অঞ্চলে বসতি গড়ে তুলেছিল মুন্ডা জনগোষ্ঠী। এরপর ধীরে ধীরে এ অঞ্চলে বাইরের মানুষ বসতি স্থাপন করতে শুরু করে। মূল ধারার জনগোষ্ঠীর সঙ্গে খাপ খাওয়াতে না পেরে অনেকটা অন্তরালে চলে যান মুন্ডারা। বর্তমানে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এ জনগোষ্ঠীর চার শতাধিক পরিবার রয়েছে। তবে জায়গা-জমি থেকে শুরু করে নিজস্ব ভাষা ও সংস্কৃতিতে সমৃদ্ধিশালী এ মুন্ডারা একে একে সবই হারাতে বসেছেন। একসময় তাদের জমি থাকলেও এখন বেশির ভাগই ভূমিহীন। চর্চার অভাবে হারিয়ে যাচ্ছে তাদের নিজস্ব বর্ণমালাও।
প্রথম আলো
এবার ‘ভিউ ব্যবসায়ীদের কবলে’ বাবা
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় স্বজন হারানো আ জ ম আজিজুল ইসলাম এবার ‘ভিউ ব্যবসায়ীদের’ কবলে পড়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ভিডিও প্রচারমাধ্যম ইউটিউবে কেউ কেউ বলছেন, স্ত্রী ও সন্তান হত্যাকাণ্ডে আজিজুল ইসলাম জড়িত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছেন আজিজুল। তিনি প্রথম আলোকে বলেন, ‘অনেকে বলতে চাইছেন, খুনের পেছনে নাকি আমার হাত আছে। স্ত্রীহারা, সন্তানহারা বাবার জন্য এটা খুব কষ্টের ও যন্ত্রণার।’
কালের কণ্ঠ
নেতাকে বরণে ঢাকামুখী জনস্রোত
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে ঢাকায় মানুষের ঢল নামতে শুরু করেছে। সবাই ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে চায়। দূর থেকে হলেও একনজর দেখতে চায়, তাঁর কণ্ঠস্বর শুনতে চায়।
কালবেলা
শিক্ষায় বদলির ‘চাঁদরাত’ ছিল ১১ ডিসেম্বর
শিক্ষা ক্যাডারের বিভিন্ন পদে রদবদলের যেন এক চাঁদরাত পার হলো গত ১১ ডিসেম্বর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিলের আগের এই রাতে দেশের শিক্ষা সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তর-প্রতিষ্ঠানের ৪৭৫ জন ক্যাডার কর্মকর্তার বদলি-পদায়ন হয়েছে। আর অতীতের সব রেকর্ড ভাঙা এই বদলি প্রক্রিয়ায় বিপুল অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। আলোচিত এই বদলি কারবারে শিক্ষা উপদেষ্টা ও সচিবের দপ্তর এবং কলেজ শাখার তিন কর্মকর্তার নাম এসেছে। শিক্ষা মন্ত্রণালয়ের ইতিহাসে এক দিনে এত বিপুলসংখ্যক বদলির নজিরবিহীন এই রাতটিকে এরই মধ্যে অনেকেই ‘বদলির চাঁদরাত’ নামে আখ্যা দিয়েছেন।
বিবিসি বাংলা
ভোট দিলেও গণনা হবে না- বাংলাদেশের নির্বাচনে এই আইন কেন?
ঢাকার যাত্রাবাড়ী এলাকার ভোটার সোনিয়া আক্তার। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে সকাল সাড়ে ১০টার দিকে তিনি যখন যাত্রাবাড়ী আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্রে ঢোকেন, তখন ভোটকক্ষ থেকে জানানো হয় তার ভোট দেওয়া হয়ে গেছে।
কিন্তু তিনি তার হাতের আঙুলে কালি না থাকাসহ নানাভাবে বোঝানোর চেষ্টা করেন যে তিনি ভোট দেননি। তবে ব্যর্থ হয়ে ভোট দেওয়ার সুযোগ না পেয়ে কেন্দ্র থেকে বাসায় ফিরে আসতে হয় তাকে।
