ইসিতে যাচ্ছেন তারেক রহমান, আগারগাঁওয়ে বাড়তি নিরাপত্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ নির্বাচন কমিশনে (ইসি) আসছেন। ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তার এই আগমনকে ঘিরে রাজধানীর আগারগাঁও এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও বাড়ানো হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, নির্বাচন কমিশন সচিবালয় ঘিরে আজ সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে দৃশ্যমানভাবে জোরদার করা হয়েছে। ইসি ভবনের প্রধান ফটক ও আশপাশের প্রবেশপথে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে ব্যারিকেড, নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। ইসি ভবনের ভেতরে প্রবেশের ক্ষেত্রে আগতদের পরিচয়পত্র একাধিকবার যাচাই করা হচ্ছে। নিরাপত্তা তল্লাশির পরই সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
একইসঙ্গে ইসি সচিবালয়ের আশপাশেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার রয়েছে।
অন্যদিকে, নির্বাচন কমিশন সূত্র জানায় তারেক রহমানের ভোটার হিসেবে নিবন্ধিত হতে কোনো আইনগত বাধা নেই। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী কমিশন যেকোনো যোগ্য ব্যক্তিকে যেকোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। সে অনুযায়ী সাধারণ নাগরিকদের মতোই তারেক রহমানের ক্ষেত্রেও প্রচলিত নিয়ম অনুসরণ করা হবে। তথ্য যাচাই, ছবি তোলা এবং আঙুলের ছাপ নেওয়াসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া একইভাবে সম্পন্ন হবে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। সেদিন দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা সভায় যোগ দেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন তিনি।
আরএইচটি/এসএম