চট্টগ্রামে বিয়ের চার মাসের মাথায় গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে বিয়ের মাত্র চার মাসের মাথায় মোনা আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আছিয়া চা-বাগানের কচুটিলা এলাকায় এ ঘটনা ঘটে। মোনা আক্তার ওই এলাকার নাসির উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, রোববার সকালে মোনাকে অসুস্থতার কথা বলে ভূজপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে জানা যায়, স্বামীর বাড়িতে তার মরদেহ পাওয়া গেছে এবং গলায় ফাঁস দেওয়ার আলামত ছিল। খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নাসির উদ্দিনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এমআর/এসএসএইচ