এয়ারপোর্টে ৯৬৯ পিস ইয়াবাসহ বিমানযাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৬৯ পিস ইয়াবাসহ এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটক ব্যক্তির নাম মো. নবী হোসেন (৪৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। বিমানযাত্রী বেশে পায়ুপথে ইয়াবা পরিবহন করছিলেন তিনি।
রোববার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি বলেন, দুপুরে নভোএয়ারের অভ্যন্তরীণ ফ্লাইট VQ922–এ কক্সবাজার থেকে ঢাকায় আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিংয়ের সামনে পাকা রাস্তার ওপর তাকে আটক করা হয়।
পরবর্তীতে তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে জিজ্ঞাসাবাদে পায়ুপথে ইয়াবা পরিবহনের বিষয়টি নিশ্চিত হই। এরপর বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে তিনটি ডিম্বাকৃতির বস্তু শনাক্ত করা হয়।
তিনি আরও বলেন, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপে মোড়ানো অবস্থায় তিনটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো খুলে ৯৬৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে আটক মো. নবী হোসেন দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে পুলিশের বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।
এসএএ/এএমকে