একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজন গ্রেপ্তার

রাজধানীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন– মো. রাসেল সিকদার ওরফে কিলার রাসেল (২৫) ও মো. মহিউদ্দিন (২২)। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল জব্দ করা হয়।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টায় গুলশান আইডিয়াল স্কুলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার আইডিয়াল স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনা করার সময় কয়েকজন লোকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশির চেষ্টা করলে পালানোর সময় রাসেল ও মো. মহিউদ্দিনকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের কাছে থাকা এসব অস্ত্র-গুলির স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি।
তালেবুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। এসব অস্ত্র-গুলির উৎস সম্পর্কে জানতে মামলার নিবিড় তদন্ত অব্যাহত রেখেছে গুলশান থানা পুলিশ।
এমএসি/এসএসএইচ