এনইআইআর চালু : বিটিআরসি ভবনে ভাঙচুর

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু করায় মোবাইল ফোন ব্যবসায়ীরা এই হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিটিআরসি ভবনের বাইরে দুই দিকের রাস্তা থেকে ঢিল ছুড়ে হামলা চালানো হয়। এতে ভবনের নামাজের জায়গা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় সেখানে বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীরা নামাজ আদায় করছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে বিটিআরসির এক কর্মকর্তা বলেন, এনইআইআর চালুর ফলে অবৈধ ও আনঅফিশিয়াল মোবাইল ফোনের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে।
তিনি বলেন, এটি পরিকল্পিত হামলা বলেই মনে হচ্ছে। প্রশাসনিক এলাকায় এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
প্রসঙ্গত, দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট ব্যবহারে লাগাম টানতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর যুক্ত হচ্ছে জাতীয় ডাটাবেজে। ফলে এখন থেকে আর কোনো আনঅফিশিয়াল ফোন দেশের নেটওয়ার্কে সক্রিয় হবে না।
আরএইচটি/এসএম