পিয়ার আলী নাজিরের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক আমলা মোহাম্মাদ পিয়ার আলী নাজিরের (পি এ নাজির) ২৩তম মৃত্যুবার্ষিকী আজ ২রা জানুয়ারি।
পি এ নাজির ১৯৫৪ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি নাটোর মহকুমার এসডিও হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে ফরিদপুর ও সিরাজগঞ্জ মহকুমার এসডিও হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর কুষ্টিয়ার এডিসি হিসেবে নিযুক্ত হন। ১৯৬০ সালে শিক্ষা বিভাগের ডেপুটি সেক্রেটারি (উন্নয়ন) হিসেবে নিযুক্ত হন।
তিনি ১৯৬২-৬৪ সালে রাজশাহী, ১৯৬৪-১৯৬৫ সালে ময়মনসিংহ ও ১৯৬৬ সালে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন। এ ছাড়া, তিনি ১৯৬৭ সালে সমবায়ের রেজিস্ট্রার এবং ১৯৬৯ সালে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের (ডিআইটি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি তার কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, আইনের শাসন প্রতিষ্ঠার এক অনন্য নজির স্থাপন করে গেছেন। তিনি ১৯৭২ সালে বাংলাদেশ স্কাউটসের প্রথম প্রধান জাতীয় কমিশনার নির্বাচিত হন। তার নেতৃত্বে ১৯৭৪ সালে বাংলাদেশ স্কাউটস বিশ্ব স্কাউটস সংস্থার স্বীকৃতি ও সদস্যপদ লাভ করে। বাংলাদেশ স্কাউটসের ভিত্তি স্থাপনে তিনি অনন্য অবদান রাখেন এবং ১৯৮০ সালে রৌপ্য ব্যাঘ্র পদকে ভূষিত হন।
তিনি সমবায় আন্দোলনের অন্যতম একজন পথিকৃৎ ছিলেন। সমবায় ও রেনেসাঁ আন্দোলনের জন্য বই লিখেছেন। কর্মজীবন ও পাকিস্তান আমলের সামগ্রিক বিষয় নিয়ে 'স্মৃতির পাতা থেকে' নামক একটি তথ্যবহুল গুরুত্বপূর্ণ বই রচনা করেন। অবসর জীবনে তিনি পবিত্র আল কোরআনের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদও করেছেন।
পিয়ার আলী নাজির ২০০৩ সালে ২ জানুয়ারি নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
এমজে
