খিলগাঁও ফ্লাইওভারে পুলিশ সদস্য নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে পিকআপের চাপায় রুবেল হক (৪০) নামে এক পুলিশ সদস্য নিহতের ঘটনায় চালক মো. আবু নাসের সোহাগকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার(মিডিয়া) সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৩১ ডিসেম্বর রাত পৌনে ১২টার দিকে খিলগাঁও ফ্লাইওভারে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ লাইন্সে কর্মরত নায়েক মো. রুবেল হক নিহত হন। এ ঘটনায় খিলগাঁও থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের হয়।
পরে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে একমাত্র অভিযুক্ত আবু নাসের ওরফে সোহাগকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত বুধবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ওই পুলিশ সদস্য নিহত হন।
এসএএ/এমজে