খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত

রাজধানীর খিলক্ষেতের লা-মেরিডিয়ানে হোটেলের বিপরীতে ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় মৃত্যু হয় তার।
অজ্ঞাত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা মো. রিয়াজুল করিম জানান, খিলক্ষেতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এক ব্যক্তি। পরে আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
এসএএ/এমএন