ডিক্যাব সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক ইমরুল

কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসেয়িশন, বাংলাদেশের (ডিক্যাব) নতুন কমিটিতে ইউএনবির এ কে এম মঈনুদ্দিন সভাপতি এবং বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ২০২৬ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন— সহসভাপতি পদে দেশ টিভির আবিদা সুলতানা মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের মোর্শেদ হাসিব হাসান, কোষাধ্যক্ষ পদে দীপ্ত টিভির রুবায়েত হাসান ও দপ্তর সম্পাদক পদে আলাপ ডট নিউজের নাহিদ হোসেন।
কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক আমার দেশের বশীর আহমেদ, সময়ের আলোর এমএকে জিলানী, আমাদের নতুন সময়ের খুররম জামান, চ্যানেল আইয়ের পান্থ রহমান ও দৈনিক জবাবদিহির আতিকুর রহমান।
এনআই/এসএম