৩ দিনে ইসিতে ২৯৫ আপিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে গত তিন দিনে মোট ২৯৫ জন আপিল করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ নির্বাচন কমিশনে ১৩১টি আপিল আবেদন জমা পড়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।
জানা গেছে, দিনভর ১৩১টি আবেদন এসেছে। এর আগে দ্বিতীয় দিনে ১২২টি ও প্রথমদিন ৪২টি আবেদন জমা পড়েছে।
এবার ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
তফসিল অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন গ্রহণ। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
এসআর/এমজে