বাংলাদেশ ভারতের ভেন্যুতে খেলবে না : উপদেষ্টা রিজওয়ানা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল ভারতের কোনো ভেন্যুতে খেলবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান। ভারতের ভেন্যুতে খেলতে যাওয়া নিয়ে চলমান টানাপোড়েনের মধ্যে এটিই সরকারের পক্ষ থেকে আসা সবশেষ বক্তব্য।
ভারতে খেলতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ‘বাংলাদেশ ওই (ভারতের) ভেন্যুতে খেলবে না।’ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বন্ধুত্বের সম্পর্ক থাকলেও প্রয়োজনে ‘চোখে চোখ রেখে’ কথা বলা যায়।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ইন জেনারেল আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব। ভারত হচ্ছে আমাদের বৃহত্তম প্রতিবেশী, তার সঙ্গে আমাদের সম্পর্ক সব সময় বন্ধুত্বপূর্ণ থাকবে– এটাই আমরা চাই।’
উপদেষ্টা আরও যোগ করেন, যখন দেখা যায় কোনো একটি দেশের আচরণে বাংলাদেশের জন্য মর্যাদাহানিকর কিছু ঘটছে, তখন আনুষ্ঠানিকভাবে সাড়া দেওয়ার অধিকার দেশের আছে। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে যেখানে আমাদের মনে হয় যে আমাদের নিজের দেশের মর্যাদার স্বার্থে, নিজের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে, বাংলাদেশকে তার পররাষ্ট্রনীতির যে একটা মূলমন্ত্র আছে, একই সঙ্গে একটা গাম্ভীর্য আছে, এটা বিশ্ব দরবারে তুলে ধরা দরকার, সে ক্ষেত্রে আমরা অবশ্যই প্রতিক্রিয়া দেখাবো।’
একই সভায় একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, কোনো প্রার্থী বা দল যদি যথাযথ প্রমাণসহ কোনো রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা দ্বৈত মানদণ্ডের অভিযোগ আনে, তবে তা নির্বাচন কমিশন (ইসি) খতিয়ে দেখবে। সরকারের হাতে এ ধরনের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ এলে তা-ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসিতে পাঠানো হবে।
এসএইচআর/বিআরইউ