পল্লবীর মাদক সম্রাজ্ঞী শাহাজাদীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর পল্লবী থানাধীন বেগুনটিলা বস্তি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী শাহাজাদীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি বিগ্রেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মিরপুর ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর দুটি টহল দল পল্লবী থানার বেগুনটিলা বস্তি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সম্রাজ্ঞী শাহাজাদী (৩৫) ও তার তিন আত্মীয় ও সহযোগী বেলি (৩২), মো. ইসলাম (৩৫) এবং রনিকে (৪০) গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্য ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত মিরপুর ক্যাম্প ও পল্লবী থানা পুলিশের সহযোগিতায় কুর্মিটোলা ক্যাম্প, পল্লবী এলাকায় আরেকটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহাজাদীর বাসা থেকে ৪৬০ গ্রাম হেরোইন, একটি ৭.৬৫ মি.মি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও গাঁজা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, গ্রেপ্তারকৃত শাহাজাদী দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অতীতেও একাধিকবার অভিযান চালানো হয়। তার বিরুদ্ধে পল্লবী থানায় মাদককারবার ও অবৈধ অর্থ লেনদেনসংক্রান্ত একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং আইন বহির্ভূত কর্মকাণ্ড দমনে সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দেশব্যাপী অভিযান পরিচালনা করে যাচ্ছে।
এসএএ/এমএন