র্যাপিড পাস মোবাইল অ্যাপে রিচার্জ সেবা উদ্বোধন সোমবার

র্যাপিড পাস মোবাইল অ্যাপের মাধ্যমে রিচার্জ সেবা সোমবার (১২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। ওইদিন বিকেল ২টা ৪৫ মিনিটে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
রোববার (১১ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা নোবেল দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ডিটিসিএ ভবনের লেভেল-৮–এর ৮০৫ নম্বর কক্ষে (লাভ রোড, তেজগাঁও, ঢাকা-১২০৮) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের শেখ মইনউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিটিসিএর নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মশিউর রহমান (যুগ্মসচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিটিসিএর সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আখতার (অতিরিক্ত সচিব)।
এমএইচএন/জেডএস