জুয়া খেলা নিয়ে বিরোধ, চট্টগ্রামে ছুরিকাঘাতে মাইক্রোবাসচালক নিহত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাহবুব আলম (৩৫) নামে এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার পৌরসভার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহবুব আলম হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকার হাফেজ আবদুল খালেক বাড়ির মৃত আবদুল নবীর ছেলে। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন। পাশাপাশি কলাবাগান এলাকার একটি ভবনের তত্ত্বাবধায়ক হিসেবেও কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে ওই এলাকায় জুয়া খেলা নিয়ে মাহবুব আলমের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকেরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মাহবুব আলমের মৃত্যু হয়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, জুয়া খেলা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সাপেক্ষে মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
এমআর/জেডএস