কুড়িলে ফুটপাতে পড়ে ছিল যুবকের মরদেহ

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বিআরটিসি কাউন্টারের পেছনের ফুটপাত থেকে আনুমানিক ২৩ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ (সোমবার) বেলা পৌনে ১১টা নাগাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া মো. কায়েস মিয়া জানান, আজ সকালের দিকে কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টারে পেছনের ফুটপাতে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আমরা জানতে পারি কোনো গাড়ির ধাক্কায় এমন ঘটনা ঘটেছে। পরে আমরা কয়েকজন পথচারীরা মিলে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলক্ষেত থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এনএফ