ঘন কুয়াশার কারণে ফ্লাইট বিলম্ব, মালদ্বীপ প্রবাসীদের দূতাবাসের বার্তা

ঘন কুয়াশার কারণে ফ্লাইট বিলম্ব হওয়ায় মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করেছে দূতাবাস।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বার্তায় বাংলাদেশি যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করেছে মালে দূতাবাস।
এতে বলা হয়, ঢাকায় ঘন কুয়াশার কারণে মালদ্বীপ থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে মালদ্বীপগামী ফ্লাইটগুলো অনেক ক্ষেত্রে নির্ধারিত সময় অনুযায়ী পরিচালনা করা সম্ভব হচ্ছে না এবং ফ্লাইটগুলো বিলম্বে পরিচালিত হচ্ছে। এ প্রেক্ষিতে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি যাত্রীদের বাংলাদেশে যাত্রার পূর্বে এবং বাংলাদেশে থেকে মালদ্বীপ যাত্রার পূর্বে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি নিশ্চিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এনআই/বিআরইউ