ঢাকায় ভোটার ঠিকানা পরিবর্তনের শীর্ষে মিরপুর-ডেমরা

গত বছরের ১০ আগস্ট থেকে ১০ নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি ভোটারের ঠিকানা পরিবর্তন হয়েছে ঢাকার মিরপুর ও ডেমরা থানা এলাকায়।
নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) থেকে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ঠিকানা পরিবর্তনের নির্ধারিত সময়সীমা গত ১০ নভেম্বর শেষ হয়েছে। এর আগে, ৪ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইসি ভোটারদের ঠিকানা পরিবর্তনের আবেদন করার আহ্বান জানিয়েছিল। বর্তমানে সংস্থাটি থানাভিত্তিক ভোটার স্থানান্তরের তথ্য প্রদান করলেও, শিগগিরই আসনভিত্তিক বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত বছরের ১০ আগস্ট থেকে ১০ নভেম্বর— এই তিন মাসে রাজধানী ঢাকার ভোটার তালিকায় বড় ধরনের পরিবর্তন লক্ষ করা গেছে। ব্যক্তিগত ও আবাসনগত প্রয়োজনে ওই সময় এক থানা থেকে অন্য থানায় ভোটার এলাকা স্থানান্তরের ব্যাপক চাপ ছিল।
ইসির সর্বশেষ তথ্যানুযায়ী, ঢাকার ৫৩টি থানার মধ্যে সবচেয়ে বেশি ভোটার এলাকা পরিবর্তন করেছেন মিরপুর থানার বাসিন্দারা। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ডেমরা ও পল্লবী।
এনআইডির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, উল্লিখিত তিন মাসে মিরপুর থানায় সর্বোচ্চ এক হাজার ৬২৭ জন ভোটার এলাকা পরিবর্তন করেছেন। এ ছাড়া, এক হাজার ৪৪৪ জন ভোটার পরিবর্তন নিয়ে ডেমরা দ্বিতীয় এবং এক হাজার ২৩৫ জন নিয়ে পল্লবী তৃতীয় স্থানে রয়েছে। তালিকায় এক হাজার পার করা অন্য থানাগুলোর মধ্যে রয়েছে কেরানীগঞ্জ (১,২০৭ জন)। বিপরীতে, ভোটার এলাকা পরিবর্তনের হার সবচেয়ে কম ছিল বিমানবন্দর (২ জন), মুগদা (১২ জন) এবং কলাবাগান (১৫ জন) থানায়।
সবচেয়ে বেশি ভোটার এলাকা পরিবর্তন হওয়া শীর্ষ ১০টি থানা হলো— মিরপুর থানায় ১ হাজার ৬২৭ জন, ডেমরা থানায় ১ হাজার ৪৪৪ জন, পল্লবী থানায় ১ হাজার ২৩৫ জন, কেরানীগঞ্জ থানায় ১ হাজার ২০৭ জন, বাড্ডা থানায় ৮৫১ জন, কাফরুল থানায় ৮১১ জন, সাভার থানায় ৭৭১ জন, খিলগাঁও থানায় ৭৪২ জন, যাত্রাবাড়ী থানায় ৭১৭ জন এবং পল্টন থানায় ৬৩৮ জন।

বাকি থানাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— ধামরাই (৬১৪ জন), কদমতলী (৬২১ জন), গুলশান (৫৯১ জন), রমনা (৫৪০ জন), ধানমন্ডি (৪৩৬ জন), বনানী (৪১৮ জন), ভাটারা (৩৯৭ জন), শাহজাহানপুর (৩৭৫ জন), তুরাগ (৩৫৬ জন), নবাবগঞ্জ (৩৪৫ জন), মোহাম্মদপুর (৩৩৬ জন), এবং ক্যান্টনমেন্ট (৩১৬ জন)।
এ ছাড়া, আদাবর থানায় ২৭৮ জন, শাহবাগে ২৮২ জন, উত্তরখান ১৬৫ জন এবং উত্তরা পশ্চিম থানায় ২৩৪ জন ভোটার এলাকা পরিবর্তন করেছেন। তুলনামূলক কম পরিবর্তন হয়েছে— ভাসানটেক (৯৬ জন), খিলখেত (৮০ জন), কোতয়ালী (৭৭ জন) ও কামরাঙ্গীরচর (৭৩ জন) এলাকায়।
এসআর/এমজে
