ঝুঁকিপূর্ণ উচ্চচাপ গ্যাসলাইন উচ্ছেদে বাধা, গ্রাহকদের সতর্ক করল তিতাস

রাজধানীর শনির আখড়ার পলাশপুর এলাকায় তিতাসের উচ্চচাপবিশিষ্ট ঝুঁকিপূর্ণ গ্যাসলাইন উচ্ছেদে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। অবৈধভাবে নেওয়া এই সংযোগ যেকোনো সময় বিস্ফোরণ ও জানমালের বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে জানিয়ে গ্রাহকদের সতর্ক করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার (১৪ জানুয়ারি) এক বার্তায় এই আশঙ্কার কথা জানানো হয়।
তিতাস জানায়, গত ১২ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পলাশপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে দনিয়া টিবিএস থেকে ঢাকামুখী সিটি সেন্ট্রাল ডিআরএসগামী উচ্চচাপবিশিষ্ট ১৬ ইঞ্চি ব্যাসার্ধের (১৫০ পিএসআইজি) মূল লাইন থেকে অবৈধভাবে ২ ইঞ্চির একটি সংযোগ নেওয়া হয়। এই লাইনের মাধ্যমেই এলাকাবাসী অবৈধভাবে আবাসিক গ্যাস ব্যবহার করছেন।
অভিযান চলাকালে ওই অবৈধ লাইনটি অপসারণের সময় কিছু উচ্ছৃঙ্খল লোক তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে তিতাসের কয়েকজন কর্মী শারীরিকভাবে লাঞ্ছিত হন। এ সময় এক কর্মকর্তার মোবাইল ফোন ভাঙচুর ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় উচ্চচাপবিশিষ্ট ওই ঝুঁকিপূর্ণ বিতরণ লাইন উচ্ছেদ না করেই আভিযানিক দলটি স্থান ত্যাগ করতে বাধ্য হয়।
এমন পরিস্থিতিতে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে পলাশপুরের এলাকাবাসীকে ওই অবৈধ লাইন থেকে গ্যাস সংযোগ না নেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে তিতাস। প্রতিষ্ঠানটি স্পষ্ট জানিয়েছে, এই উচ্চচাপবিশিষ্ট অবৈধ লাইন থেকে গ্যাস গ্রহণের ফলে কোনো দুর্ঘটনা বা প্রাণহানি ঘটলে তার দায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ বহন করবে না।
ওএফএ/বিআরইউ