যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় পথশিশু নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর ধনিয়া কলেজের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মো. জাহিদ (১১) নামের এক পথশিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহিদের বন্ধু রাব্বি জানায়, তারা দুজনই রাস্তায় বোতল কুড়িয়ে তা বিক্রি করে জীবন চালাত। রাতে ধনিয়া কলেজের সামনের রাস্তায় বোতল কুড়িয়ে রাস্তা পার হচ্ছিল তারা। এ সময় একটি দ্রুতগামী ট্রাক জাহিদকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে রাব্বিসহ স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, জাহিদ আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই পথশিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি এরই মধ্যে যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/বিআরইউ