হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া করার অগ্রগতি খুবই হতাশাজনক

বাংলাদেশি হজযাত্রীদের জন্য এজেন্সি থেকে মক্কা-মদিনায় বাড়ি ভাড়া করার অগ্রগতি খুবই হতাশাজনক। বাড়ি ভাড়া করার নির্দিষ্ট সময় কোনোভাবেই বাড়ানো হবে না। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক বাংলাদেশ সরকারকে এ বার্তা দিয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সব লিড এজেন্সির স্বত্বাধিকারী/ব্যবস্থাপনা পরিচালক/অংশীদার/মোনাজ্জেমকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে হজের ঘোষিত সৌদি রোড ম্যাপ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করতে হবে।
‘গত ১৫ জানুয়ারি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক জুম সভায় জানান যে, বাংলাদেশি হজযাত্রীদের জন্য এজেন্সি থেকে মক্কা-মদিনায় বাড়ি ভাড়া করার অগ্রগতি খুবই হতাশাজনক। তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান যে, বাড়ি ভাড়া করার সময় কোনোভাবেই বাড়ানো হবে না এবং নির্ধারিত সময়ের মধ্যে কোনো এজেন্সি বাড়ি ভাড়া সম্পন্ন করতে ব্যর্থ হলে যত জনের বাড়ি ভাড়া অবশিষ্ট থাকবে ততজনের তাঁবু এবং সার্ভিস প্যাকেজ বাতিল হয়ে যাবে।’
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৬ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ৯টায় নুসুক মাসার প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত রিপোর্টে ৩০টি লিড এজেন্সির তথ্যে দেখা যায় মক্কায় ৭.২৬ শতাংশ ও মদিনায় ১১.৩৫ শতাংশ বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে এবং ১১টি লিড এজেন্সি মক্কা-মদিনার কোনো স্থানেই এখন পর্যন্ত বাড়ি ভাড়া শুরু করেনি।
সৌদি টাইমলাইন অর্থাৎ ১ ফেব্রুয়ারির মধ্যেই হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় বাড়ি ভাড়া আবশ্যিকভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সব লিড এজেন্সিকে অনুরোধ জানিয়ে চিঠিতে উল্লেখ করা হয়, মক্কা-মদিনা বাড়ি ভাড়া, পরিবহন চুক্তি, হজযাত্রীর কোরবানি ইত্যাদি সৌদি পর্বের খরচ নির্বাহের জন্য যদি কোনো এজেন্সির অর্থ পাঠানোর প্রয়োজন হয় তবে আগামী ২০ জানুয়ারির মধ্যে তা এজেন্সির সৌদি আরবের আইবিএএন হিসাবে পাঠানো নিশ্চিত করতে হবে।
বাড়ি ভাড়াসহ সব কার্যক্রম সৌদি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন না করার কারণে কোনো হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হলে তার দায়ভার সংশ্লিষ্ট এজেন্সিকে বহন করতে হবে বলেও জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতি জরুরি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এসএইচআর/জেডএস