বিদ্যুতায়িত হয়ে কর্মীর মৃত্যু, বিআরইবির শোক

বিদ্যুতায়িত হয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান রাফিউল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)।
রোববার (১৮ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
বার্তায় বলা হয়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লাইনম্যান রাফিউল ইসলাম বৈদ্যুতিক লাইনে তড়িতাহত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ জানুয়ারি মারা যান।
তার মৃত্যুতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সব কর্মকর্তা-কর্মচারী গভীরভাবে শোকাহত।
ওএফএ/এমজে