চট্টগ্রামের প্রতিটি মসজিদে মুর্দা গোসলখানা গড়ে তোলা হবে : মেয়র

মৃত ব্যক্তিদের গোসলের বিষয়টি সহজ করতে প্রতিটি মসজিদে মুর্দা গোসলখানা গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
রোববার (১৮ জানুয়ারি) লালখান বাজার ওয়ার্ড পিডব্লিউডি কলোনি জামে মসজিদে মৃত ব্যক্তির গোসলখানা নির্মাণসহ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এ পরিকল্পনার কথা জানান।
ডা. শাহাদাত বলেন, নগরীর প্রতিটি মসজিদে মৃত ব্যক্তিদের গোসলের (মুর্দা গোসল) জন্য পৃথক গোসলখানা নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এর লক্ষ্য হলো ধর্মীয় দায়িত্ব ও পবিত্রতার বিষয়গুলোকে সহজ ও সম্মানজনকভাবে সম্পন্ন করা।
মেয়র বলেন, আমরা নগরবাসীর জীবনের সব পর্যায়ে সম্মান ও সহায়তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতায় ধর্মীয় আনুষ্ঠানিকতা ও মৃতদেহের গোসলের প্রক্রিয়া যাতে সহজ ও নিরাপদ হয়, সেজন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
এমআর/এমজে