ঢাকা-১ : জামায়াতের নজরুল ইসলামের মনোনয়ন বৈধ

ঢাকা-১ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলামের নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার নিরসন করে মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত আপিল শুনানিতে এ আদেশ বহাল রাখা হয়।
এর আগে ঢাকা-১ আসনে লেবার পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ আলী জামায়াতে মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম আগে যুক্তরাজ্যের নাগরিক ছিলেন বলে নির্বাচন কমিশনে আপিল করেন। সেই নাগরিকত্ব তিনি আদৌ ত্যাগ করেছেন কি না-এই বিষয়টির বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
কমিশন নজরুল ইসলামের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না পাওয়ায় আবেদনটি খারিজ করে দেন এবং মনোনয়ন বহাল রাখেন।
এমএইচএন/জেডএস