সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা না করলে শহরের আমূল পরিবর্তন সম্ভব নয়

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ওয়াসা, রাজউক এবং পুলিশকে সিটি কর্পোরেশনের অধীনে এনে একটি পূর্ণাঙ্গ সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা না করলে শহরের আমূল পরিবর্তন সম্ভব নয়।
সোমবার (১৯ জানুয়ারি) গুলশানের হোটেল লেকশোরে ঢাকা বাঁচানোর ইশতেহার শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ এবং গুলশান সোসাইটি।
মোহাম্মদ এজাজ বলেন, সিটি কর্পোরেশনের বর্তমান ক্ষমতা মূলত ময়লা পরিষ্কার এবং বাতি লাগানোর মধ্যে সীমাবদ্ধ। নিজস্ব পুলিশ বাহিনী না থাকায় উচ্ছেদ অভিযানগুলো টেকসই করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি জলবায়ু উদ্বাস্তু ও অভিবাসীদের জন্য ‘আরবান সেফটি’ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করাই হবে ভবিষ্যতের প্রধান চ্যালেঞ্জ।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের জরিমানা বাবদ মাসে প্রায় ১৯ থেকে ২২ কোটি টাকা আদায় হয়। এই জরিমানার এক টাকাও সিটি কর্পোরেশন পায় না। এই বিশাল অঙ্কের অর্থ সরাসরি কেন্দ্রীয় ট্রেজারিতে চলে যায়। অথচ ট্রাফিক সিগন্যাল ও অবকাঠামো উন্নয়নে সিটি কর্পোরেশনকে শত শত কোটি টাকা খরচ করতে হয়।
গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাতের সভাপতিত্বে এবং নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের সভাপতি মতিন আব্দুল্লাহার সঞ্চালনায় আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সংসদ সদস্য প্রার্থী, নগর পরিকল্পনাবিদরা উপস্থিত ছিলেন।
এএসএস/এমএন