স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে ডিসির কাছে অর্থ দাবি, প্রতারক গ্রেপ্তার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিকর তথ্য প্রদান ও অর্থ দাবি করার অভিযোগে মো. শামিম ওসমান (২৯) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
সিআইডি জানায়, গত ১৯ জানুয়ারি সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করে শামিম ওসমানকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, শামিম নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান। ওই বার্তায় তিনি রাজশাহীতে রাজনৈতিক গ্রেপ্তার সংক্রান্ত বিভ্রান্তিকর নির্দেশনা দেন এবং মাসিক ‘কালেকশন’ প্রসঙ্গে জানতে চেয়ে ব্যক্তিগত বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি সন্দেহজনক হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিপিসি ও সিআইডিকে অবহিত করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত প্রতারককে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়।
সিআইডি আরও জানায়, গ্রেপ্তার শামিম ওসমান একজন পেশাদার প্রতারক। এর আগেও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএএ/বিআরইউ