বাঁশখালীতে সিএনজি উল্টে একজনের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অটোরিকশা উল্টে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পুকুরিয়া চাঁদপুর পুরাতন ঘাট এলাকায় পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন বাঁশখালীর সেখেরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলিবলি পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার আমির হামজার ছেলে এবং পেশায় একজন ফিশিং বোট শ্রমিক ছিলেন।
বাঁশখালী রামদাস পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শরীফ হাসান জানান, সকালে চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আলী হোসেন গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরএমএন/জেডএস