হারানো ১০৫টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের ফিরিয়ে দিয়েছে পল্টন থানা

প্রিয় মোবাইল ফোনটি হারিয়ে যাওয়ার পর অনেকেই ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হওয়া ১০৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে শেষ পর্যন্ত বুঝিয়ে দিয়েছে রাজধানীর পল্টন মডেল থানা-পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।
পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, মোবাইল ফোন হারানোর ঘটনায় মালিকদের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১ ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসব অভিযানে উদ্ধার করা হয় ১০৫টি মোবাইল ফোন।
হারানো মোবাইল উদ্ধারের এই কার্যক্রমে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত এসব ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ, সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী এবং পল্টন মডেল থানার বিভিন্ন কর্মকর্তা।
এর আগেও গত এক বছরে পল্টন মডেল থানা-পুলিশ প্রায় ৬০০টির বেশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন দ্রুত ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন মালিকরা। তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসএএ/বিআরইউ