বাস্তবমুখী পরিকল্পনার অঙ্গীকার আমিনুল হকের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। প্রচারণার প্রথম দিনে সাধারণ ভোটারদের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হন তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে মিরপুরের ১০ নম্বরের ‘সি’ ব্লকে গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তিনি গণসংযোগ শুরু করেন।
আমিনুল হকের এই প্রচারণায় সংহতি প্রকাশ করে অংশ নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
এ ছাড়া তার সাথে মাঠে ছিলেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আলফাজ, বেলাল, উজ্জ্বল ও জাহিদ পারভেজ চৌধুরীসহ একঝাঁক সাবেক ফুটবলার। তারকা খেলোয়াড়দের কাছ থেকে দেখে এবং আমিনুল হকের প্রচারণায় অংশ নিতে পেরে স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, আমি এ এলাকার সন্তান, এখানেই বড় হয়েছি এবং খেলাধুলা করেছি। এই এলাকার প্রতিটি অলিগলি আমার চেনা। আমি কোনো সস্তা প্রতিশ্রুতি দিতে আসিনি। দীর্ঘদিন মানুষের সাথে উঠান বৈঠক করে তাদের যে সমস্যাগুলো আমি শুনেছি, সেগুলো সমাধান করতেই আমার এই পরিকল্পনা। এটি কোনো ফাঁকা বুলি নয়, বরং ঢাকা-১৬ আসনকে নিয়ে আমার সুনির্দিষ্ট ইশতেহার।
তিনি আরও যোগ করেন, আমার এই পরিকল্পনাগুলো আমি একা করিনি, এলাকার সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করেছি। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের জয় হলে এই পরিকল্পনাগুলো আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।
এর আগে সকালে আমিনুল হক মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। প্রচারণাকালে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ হাজারো সমর্থক তার সাথে উপস্থিত ছিলেন।
এএএম/এমজে