আরও একজনের প্রার্থিতা ফিরিয়ে দিল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (১২৮) আসনের প্রার্থী মো. আনিসুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বাতিল করে কমিশন এই আদেশ দেন।
নির্বাচন কমিশন জানায়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১২৬/২০২৬ এর আদেশের পরিপ্রেক্ষিতে মো. আনিসুর রহমানের মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন রিটার্নিং অফিসার। তবে, গত ১৫ জানুয়ারি যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। রিটার্নিং অফিসারের ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ৬৪৯/২০২৬ নম্বর আপিল দায়ের করেন আনিসুর রহমান। আজ নির্বাচন কমিশন আপিলের শুনানি গ্রহণ করে তা মঞ্জুর করেন।
নির্বাচন কমিশনের আইন শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, মো. আনিসুর রহমানকে ১২৮ পিরোজপুর-২ আসনের বৈধ প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠির অনুলিপি পিরোজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং জেলা নির্বাচন কর্মকর্তার নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। এর ফলে আনিসুর রহমানের নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা রইল না।
উল্লেখ্য, আগামী দিনে প্রতীক বরাদ্দের পর তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন।
এসআর/এমজে