নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে- সমন্বয় সেলের তিনটি শিফট রয়েছে।
সময়সূচি: (১) সকাল ৬টা হতে দুপুর ২টা পর্যন্ত (১ম শিফট)
(২) দুপুর ২টা হতে রাত ১০টা পর্যন্ত (২য় শিফট)
(৩) রাত ১০টা হতে সকাল ৬টা পর্যন্ত (৩য় শিফট)
জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক অনুবিভাগ) মো. দেলোয়ার হোসেন আইনশৃঙ্খলা সমন্বয় সেলের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. জসীম উদ্দিন খান ও যুগ্মসচিব মো. আবদুল্লাহ হাককানী এই সেলের দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধায়ন করবেন।
এ ছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ অনুবিভাগ) মো. আতাউর রহমান খান সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
এমএম/এমজে