শিল্পকলায় যাত্রাপালার সমাপনী অনুষ্ঠান আজ, থাকছে ‘জেনারেল ওসমানী’

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মাসব্যাপী যাত্রাপালার সমাপনী অনুষ্ঠান আজ (শুক্রবার)। সন্ধ্যায় মঞ্চস্থ হবে ঐতিহাসিক যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’।
আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে যাত্রা শিল্পীদের অংশগ্রহণে নগর পরিভ্রমণের আয়োজন করা হয়েছে।
এতে বিভিন্ন দলের যাত্রাশিল্পীরা তাদের অভিনীত নানা চরিত্রের পোশাক পরিধান করে সংলাপ উচ্চারণ করবেন ও বিশাল যন্ত্রীদল বাদ্য-গীতসহ এই নগর পরিভ্রমণকে আনন্দময় করে তুলবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শুরু করে দোয়েল চত্বর-শাহবাগ হয়ে আবারো শিল্পকলায় এসে শেষ হবে এই নগর পরিভ্রমণ।
সন্ধ্যা সাড়ে ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট প্রদর্শন করবে ঐতিহাসিক যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’। এই যাত্রাপালার পালাকার এম এ মজিদ এবং পরিচালনায় তানভীর নাহিদ খান।
এনএফ
